ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত  

#
news image

'প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে  ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস- ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে (৫ জুন) সোমবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। 

র‌্যালী শেষে দিবসটি  উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় শহরের কবি জসীম উদদীন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পি এএ। স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমদাদ হুসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, প্রফেসর মোঃ শাহজাহান প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক  দীপ জন মিত্র।

সভা শেষ পর্বে দিবসটি উপলক্ষে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের পরিবেশের উপর চিত্রা অংকন বিজয়ী প্রতিযোগিতাদের হাতে পরিবেশ বান্ধব গাছ ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। 

এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, মিল কারখানা প্রতিষ্ঠানের মালিকগণ, শ্রমিকবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

০৫ জুন, ২০২৩,  8:18 PM

news image

'প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে  ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস- ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে (৫ জুন) সোমবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। 

র‌্যালী শেষে দিবসটি  উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় শহরের কবি জসীম উদদীন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পি এএ। স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমদাদ হুসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, প্রফেসর মোঃ শাহজাহান প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক  দীপ জন মিত্র।

সভা শেষ পর্বে দিবসটি উপলক্ষে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের পরিবেশের উপর চিত্রা অংকন বিজয়ী প্রতিযোগিতাদের হাতে পরিবেশ বান্ধব গাছ ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। 

এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, মিল কারখানা প্রতিষ্ঠানের মালিকগণ, শ্রমিকবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।