মোরেলগঞ্জে ইয়াবাসহ বহিস্কৃত ছাত্রলীগ নেতা আবারও আটক

#
news image

বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাসের ব্যবধানে ২০৯ পিস ইয়াবাসহ আবারও আটক হয়েছে বহিস্কৃত ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী(৩০)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ পৌর সদরের এসএম কলেজ সংলগ্ন আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। আটক ইব্রাহিম ফরাজী ওই এলাকার  আব্দুল কাদের ফরাজীর ছেলে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের পরিদর্শক মিলন কুমার ব্যানার্জী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বেল্লাল হোসেন ওরফে ইব্রাহিম ফরাজীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটকসহ তার বসতঘর থেকে ২০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে থানা পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

 উক্ত ইব্রাহিম ফরাজী একজন চিহ্নিত মাদক সেবনকারী ও বিক্রেতা। সে মাদকসহ একাধিকবার আটক হয় এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০১৯ সালে ৮ জুলাই মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন উক্ত ইব্রাহিম ফরাজী ২৫০ পিস ইয়াবাসহ র‌্যাব-৬ এর হােেত আটক হলে তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও ২০২২ সালের ১৮ মে তার বসত বাড়িতে হানা দিয়ে পুলিশ ১২ শ পিস ইয়াসহ মহিমা আক্তার মৌ নামে এক মহিলাকে আটক করলেও ইব্রাহিম ফরাজী পালিয়ে যেতে সক্ষম হয়। ওই ঘটনায়ও তখন তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি রাতে ১৪০ পিস ইয়াবাসহ আটক হলে ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। বহিস্কৃত ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী সম্প্রতি ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে।

বিএম. মাহবুব, মোরেলগঞ্জ

৩১ মার্চ, ২০২৩,  10:30 AM

news image

বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাসের ব্যবধানে ২০৯ পিস ইয়াবাসহ আবারও আটক হয়েছে বহিস্কৃত ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী(৩০)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ পৌর সদরের এসএম কলেজ সংলগ্ন আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। আটক ইব্রাহিম ফরাজী ওই এলাকার  আব্দুল কাদের ফরাজীর ছেলে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের পরিদর্শক মিলন কুমার ব্যানার্জী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বেল্লাল হোসেন ওরফে ইব্রাহিম ফরাজীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটকসহ তার বসতঘর থেকে ২০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে থানা পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

 উক্ত ইব্রাহিম ফরাজী একজন চিহ্নিত মাদক সেবনকারী ও বিক্রেতা। সে মাদকসহ একাধিকবার আটক হয় এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০১৯ সালে ৮ জুলাই মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন উক্ত ইব্রাহিম ফরাজী ২৫০ পিস ইয়াবাসহ র‌্যাব-৬ এর হােেত আটক হলে তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও ২০২২ সালের ১৮ মে তার বসত বাড়িতে হানা দিয়ে পুলিশ ১২ শ পিস ইয়াসহ মহিমা আক্তার মৌ নামে এক মহিলাকে আটক করলেও ইব্রাহিম ফরাজী পালিয়ে যেতে সক্ষম হয়। ওই ঘটনায়ও তখন তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি রাতে ১৪০ পিস ইয়াবাসহ আটক হলে ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। বহিস্কৃত ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী সম্প্রতি ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে।