মৌলভীবাজারের হরিণ হত্যার ৫ দিন পর ব্যবস্থা নিতে বন আদালতের নির্দেশ

#
news image

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেন থামিয়ে হরিণ জবাই করে হত্যার ঘটনার ৫ দিন পর জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মৌলভীবাজার বন আদালত।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা বিষয়টি নজর রাখছি। ঘটনার দিন মৃত হরিণটি উদ্ধার করতে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় আমাদের লোকজন গেলে প্রথমে সময়ক্ষেপন করে তারা। আমরা রেলওয়ে পুলিশের কার্যক্রম নিয়ে শঙ্কিত ছিলাম।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, ‘হরিণ হত্যার ঘটনায় বন বিভাগ একটি সাধারণ ডায়েরি করেছে। ডায়েরিটি মৌলভীবাজার বন আদালতে পাঠানো হলে সোমবার আদালত তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেন।’

প্রসঙ্গত, গত বুধবার ২২ ফেব্রুয়ারি সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ধীরগতিতে কালনী এক্সপ্রেস ট্রেন চলাচলকালে একটি মায়া হরিণ আহত হয়। চালক চলন্ত ট্রেন থামালে রেলকর্মীরা আহত হরিণটি উদ্ধার না করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ট্রেনে তুলে নিয়ে যান।

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  9:43 PM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেন থামিয়ে হরিণ জবাই করে হত্যার ঘটনার ৫ দিন পর জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মৌলভীবাজার বন আদালত।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা বিষয়টি নজর রাখছি। ঘটনার দিন মৃত হরিণটি উদ্ধার করতে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় আমাদের লোকজন গেলে প্রথমে সময়ক্ষেপন করে তারা। আমরা রেলওয়ে পুলিশের কার্যক্রম নিয়ে শঙ্কিত ছিলাম।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, ‘হরিণ হত্যার ঘটনায় বন বিভাগ একটি সাধারণ ডায়েরি করেছে। ডায়েরিটি মৌলভীবাজার বন আদালতে পাঠানো হলে সোমবার আদালত তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেন।’

প্রসঙ্গত, গত বুধবার ২২ ফেব্রুয়ারি সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ধীরগতিতে কালনী এক্সপ্রেস ট্রেন চলাচলকালে একটি মায়া হরিণ আহত হয়। চালক চলন্ত ট্রেন থামালে রেলকর্মীরা আহত হরিণটি উদ্ধার না করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ট্রেনে তুলে নিয়ে যান।