রোহিঙ্গা ক্যাম্পে আবার হত্যাকান্ড
অনলাইন ডেস্ক
২৬ অক্টোবর, ২০২২, 1:47 AM
রোহিঙ্গা ক্যাম্পে আবার হত্যাকান্ড
মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে মুখোশধারী ৮-১০ জনের একটি দল ওই যুবককে গুলি করে হত্যা করে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিচয় মোহাম্মদ সালাম (৩৭) । কুতুপালং ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা। উল্লেখ্য, চলতি মাসে এ পর্যন্ত আনুমানিক ৬ জন রোহিঙ্গা হত্যার শিকার হয়েছে।
১৪ এপিবিএন অধিনায়ক জানান, মুখোশধারী দুর্বৃত্তরা কী কারণে এ যুবককে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। একইসঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে।
অনলাইন ডেস্ক
২৬ অক্টোবর, ২০২২, 1:47 AM
মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে মুখোশধারী ৮-১০ জনের একটি দল ওই যুবককে গুলি করে হত্যা করে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিচয় মোহাম্মদ সালাম (৩৭) । কুতুপালং ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা। উল্লেখ্য, চলতি মাসে এ পর্যন্ত আনুমানিক ৬ জন রোহিঙ্গা হত্যার শিকার হয়েছে।
১৪ এপিবিএন অধিনায়ক জানান, মুখোশধারী দুর্বৃত্তরা কী কারণে এ যুবককে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। একইসঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে।