এবার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে

বিনোদন ডেস্ক
০৯ এপ্রিল, ২০২৫, 11:26 PM

এবার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে
আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। শাহরুখ খান অভিনীত রিভেঞ্জ থ্রিলার ‘কিং’-এর ঘোষণার পর থেকেই যেন আগুন লেগেছে সিনে মহলে। একদিকে শাহরুখ খানের অনবদ্য প্রত্যাবর্তন, অন্যদিকে তার রাজকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেকÑএ খবরেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। তবে গল্প এখানেই শেষ নয়, এ রাজকীয় সিনেমায় এবার আরও এক মহারানির আগমন হতে চলেছে। তিনি আর কেউ নন, বলিউড দীপিকা পাড়ুকোন।
আসন্ন এ সিনেমায় দীপিকা থাকছেন এক বিশেষ চরিত্রে। সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে এই সুন্দরীকে। যদিও একে এক্সটেন্ডেড ক্যামিও বলা হচ্ছে, তবে সিনেবিশ্লেষকরা বলছেন, এ চরিত্রই হতে চলেছে সিনেমার কাহিনির টার্নিং পয়েন্ট! দীপিকা, শাহরুখ এবং পরিচালক আনন্দ এল রাই এই ত্রয়ীর রসায়ন দর্শকরা ‘জাওয়ান’ সিনেমায় দেখেছেন। আবারও সেই রসায়ন ফিরছে আরও গভীর, আরও জাঁকজমকভাবে। এ
দিকে ‘কিং’ চলচ্চিত্রটি শুধু পারিবারিক আবেগে ভরপুর নয়, বরং এটি হতে চলেছে এক চরম প্রতিশোধের থ্রিলার। সিনেমার প্রি-প্রোডাকশন এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী মাসেই মুম্বাইয়ে শুরু হবে এর শুটিং।
শুধু শাহরুখ, সুহানা ও দীপিকাই নন, এ সিনেমায় থাকছেন অভিষেক বচ্চন ও অভয় ভার্মার মতো শক্তিশালী অভিনেতারাও। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে ভারতের প্রেক্ষাগৃহে ঝড় তুলবে ‘কিং’, এমনটিই মনে করছেন সিনেবিশ্লেষকরা।
বিনোদন ডেস্ক
০৯ এপ্রিল, ২০২৫, 11:26 PM

আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। শাহরুখ খান অভিনীত রিভেঞ্জ থ্রিলার ‘কিং’-এর ঘোষণার পর থেকেই যেন আগুন লেগেছে সিনে মহলে। একদিকে শাহরুখ খানের অনবদ্য প্রত্যাবর্তন, অন্যদিকে তার রাজকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেকÑএ খবরেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। তবে গল্প এখানেই শেষ নয়, এ রাজকীয় সিনেমায় এবার আরও এক মহারানির আগমন হতে চলেছে। তিনি আর কেউ নন, বলিউড দীপিকা পাড়ুকোন।
আসন্ন এ সিনেমায় দীপিকা থাকছেন এক বিশেষ চরিত্রে। সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে এই সুন্দরীকে। যদিও একে এক্সটেন্ডেড ক্যামিও বলা হচ্ছে, তবে সিনেবিশ্লেষকরা বলছেন, এ চরিত্রই হতে চলেছে সিনেমার কাহিনির টার্নিং পয়েন্ট! দীপিকা, শাহরুখ এবং পরিচালক আনন্দ এল রাই এই ত্রয়ীর রসায়ন দর্শকরা ‘জাওয়ান’ সিনেমায় দেখেছেন। আবারও সেই রসায়ন ফিরছে আরও গভীর, আরও জাঁকজমকভাবে। এ
দিকে ‘কিং’ চলচ্চিত্রটি শুধু পারিবারিক আবেগে ভরপুর নয়, বরং এটি হতে চলেছে এক চরম প্রতিশোধের থ্রিলার। সিনেমার প্রি-প্রোডাকশন এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী মাসেই মুম্বাইয়ে শুরু হবে এর শুটিং।
শুধু শাহরুখ, সুহানা ও দীপিকাই নন, এ সিনেমায় থাকছেন অভিষেক বচ্চন ও অভয় ভার্মার মতো শক্তিশালী অভিনেতারাও। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে ভারতের প্রেক্ষাগৃহে ঝড় তুলবে ‘কিং’, এমনটিই মনে করছেন সিনেবিশ্লেষকরা।