মতলব উত্তরে বৃষ্টির জন্য ইসতিসকা নামাজ আদায়
শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর (চাঁদপুর)
০৭ জুন, ২০২৩, 5:40 PM
মতলব উত্তরে বৃষ্টির জন্য ইসতিসকা নামাজ আদায়
দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি আর দাবদসহ গরমে জনজীবন অতিষ্ঠ। তাই আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চেয়ে ইসতিসকা নামাজ আদায় করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। বূধবার ৭ জুব সকাল ১০টায় উপজেলা ইত্তেহাতুল ওলামা কমিটির উদ্যেগে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন মমরুজকান্দি ফোরকানিয়া কওমি মাদ্রাসার মোহতামিম মুফতি জয়নাল আবেদিন।
এবং মোনাজাত পরিচালনা করেন এখলাছপুর আল আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইব্রাহীম।
এসময় মতলব উত্তর ইত্তেহাতুল ওলামা কমিটির নেতাকর্মীসহ শহস্রাদিক মানুষ নামাজে অংশ গ্রহণ করেন।
মোনাজাতে সারা জাহানের মুসলিমদের জন্য দোয়া করা হয়েছে এবং বৃষ্টির জন্য মহান আল্লাহর নিকট পানা চাওয়া হয়েছে।
শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর (চাঁদপুর)
০৭ জুন, ২০২৩, 5:40 PM
দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি আর দাবদসহ গরমে জনজীবন অতিষ্ঠ। তাই আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চেয়ে ইসতিসকা নামাজ আদায় করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। বূধবার ৭ জুব সকাল ১০টায় উপজেলা ইত্তেহাতুল ওলামা কমিটির উদ্যেগে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন মমরুজকান্দি ফোরকানিয়া কওমি মাদ্রাসার মোহতামিম মুফতি জয়নাল আবেদিন।
এবং মোনাজাত পরিচালনা করেন এখলাছপুর আল আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইব্রাহীম।
এসময় মতলব উত্তর ইত্তেহাতুল ওলামা কমিটির নেতাকর্মীসহ শহস্রাদিক মানুষ নামাজে অংশ গ্রহণ করেন।
মোনাজাতে সারা জাহানের মুসলিমদের জন্য দোয়া করা হয়েছে এবং বৃষ্টির জন্য মহান আল্লাহর নিকট পানা চাওয়া হয়েছে।