ফরিদপুরে র‍্যাবের অভিযানে ত্রিশ কেজি গাঁজাসহ আটক ২

#
news image

ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদক বিরোধী অভিযানে সাড়ে ত্রিশ কেজি গাঁজাসহ মোঃ হেলাল মোল্লা (২৭) এবং আসামি মোঃ উজ্জ্বল হোসেন (২১) নামের দুই আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-০৮৷

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল (১৯ এপ্রিল) বুধবার রাত ১১ টা ২০ দিকে ভাঙ্গা থানার গোলচক্কর এলাকা থেকে আটক করা হয়। 

আটককৃত হেলাল মোল্লা গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চরগোফরা গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে এবং উজ্জল হোসেন টাংগাইল জেলার মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের মতিন উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় মাদকের একটি বিশাল চালান পিকআপে করে বিক্রির জন্য নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত ধৃত আসামীদেরকে আটক করা হয়।

এসময় আসামিদ্বয়ের কাছ থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১ টি পিকআপ, ২ টি মোবাইল এবং ২ টি সিম উদ্ধার করা হয়। আসামীদয় কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে ফরিদপুর ও গোপালগঞ্জ এলাকায় বিক্রি করে আসছে। পরবর্তীতে আসামীদেরকে ভাঙ্গা থানায় হস্থান্তর করা হয়। 

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (গ) ধারায় মামলা রুজু করা হয়।

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

২০ এপ্রিল, ২০২৩,  10:53 PM

news image

ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদক বিরোধী অভিযানে সাড়ে ত্রিশ কেজি গাঁজাসহ মোঃ হেলাল মোল্লা (২৭) এবং আসামি মোঃ উজ্জ্বল হোসেন (২১) নামের দুই আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-০৮৷

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল (১৯ এপ্রিল) বুধবার রাত ১১ টা ২০ দিকে ভাঙ্গা থানার গোলচক্কর এলাকা থেকে আটক করা হয়। 

আটককৃত হেলাল মোল্লা গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চরগোফরা গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে এবং উজ্জল হোসেন টাংগাইল জেলার মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের মতিন উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় মাদকের একটি বিশাল চালান পিকআপে করে বিক্রির জন্য নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত ধৃত আসামীদেরকে আটক করা হয়।

এসময় আসামিদ্বয়ের কাছ থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১ টি পিকআপ, ২ টি মোবাইল এবং ২ টি সিম উদ্ধার করা হয়। আসামীদয় কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে ফরিদপুর ও গোপালগঞ্জ এলাকায় বিক্রি করে আসছে। পরবর্তীতে আসামীদেরকে ভাঙ্গা থানায় হস্থান্তর করা হয়। 

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (গ) ধারায় মামলা রুজু করা হয়।