চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে বরখাস্ত ছয় পুলিশকে খালাস

#
news image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ঠিকাদারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে বরখাস্ত হওয়া ছয় পুলিশ সদস্যকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ রায় দেন।

জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণে ছয় পুলিশকে খালাস দিয়েছেন আদালত।

২০২১ সালের ৩ ফেব্রুয়ারি রাত ২টার দিকে আনোয়ারা থানার পূর্ব বৈরাগ গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা হাজী আবদুল হকের ছেলে আব্দুল মান্নানকে তার বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নেন ওই ছয় পুলিশ সদস্য।

কয়েক ঘণ্টা আটকে রাখার পর ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান আব্দুল মান্নান। এ ঘটনার তিনদিন পর ৭ ফেব্রুয়ারি আনোয়ারা থানায় মামলা করেন আবদুল মান্নান।

নাগরিক অনলাইন ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  8:56 PM

news image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ঠিকাদারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে বরখাস্ত হওয়া ছয় পুলিশ সদস্যকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ রায় দেন।

জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণে ছয় পুলিশকে খালাস দিয়েছেন আদালত।

২০২১ সালের ৩ ফেব্রুয়ারি রাত ২টার দিকে আনোয়ারা থানার পূর্ব বৈরাগ গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা হাজী আবদুল হকের ছেলে আব্দুল মান্নানকে তার বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নেন ওই ছয় পুলিশ সদস্য।

কয়েক ঘণ্টা আটকে রাখার পর ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান আব্দুল মান্নান। এ ঘটনার তিনদিন পর ৭ ফেব্রুয়ারি আনোয়ারা থানায় মামলা করেন আবদুল মান্নান।