উত্তরাঞ্চলে গত ১০ মাসে ২৬ লাখ কেজি চা বেশি উৎপাদন
অনলাইন ডেস্ক
১৯ নভেম্বর, ২০২২, 10:22 PM
উত্তরাঞ্চলে গত ১০ মাসে ২৬ লাখ কেজি চা বেশি উৎপাদন
দেশের উত্তরাঞ্চলে চলতি বছর ১ জানুয়ারি থেকে গত ৩১ অক্টোবর পর্যন্ত ১০ মাসে ২৬ লাখ কেজি চা বেশি উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে এই ১০ মাসে অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরাঞ্চলে চা উৎপাদিত হয়েছে ১ কোটি ৪৯ লাখ কেজি। গত বছর একই সময়ে উত্তরাঞ্চলে চা উৎপাদিত হয়েছিল ১ কোটি ২৩ লাখ কেজি। এ পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর ২৬ লাখ কেজি চা বেশি উৎপাদিত হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন জানান, উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীতে সমতলের ৯টি চা-বাগান ও প্রায় ৮ সহস্রাধিক ক্ষুদ্রায়তন চা বাগানের মোট ১১ হাজার ৪৩৩ দশমিক ৯৪ একর চা আবাদি থেকে উত্তোলিত সবুজ পাতা ২৫ টি চলমান চা কারখানায় গত ১০ মাসে ১ কোটি ৪৯ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। যা গত বছরের তুলনায় ২৬ লাখ কেজি বেশি।
ড. মামুন আরো জানান, চলতি চা উৎপাদন মৌসুমে উত্তরাঞ্চলে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ কেজি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আরো ৩১ লাখ কেজি চা উৎপাদন করতে পারলেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উত্তরাঞ্চলে চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হবে।
চা বোর্ড সুত্র জানায়, কোভিড পরিস্হিতিতে ২০২১ সালে সঠিক ব্যবস্হাপনার ফলে দেশের উত্তর জনপদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চা উৎপাদন হয়েছিল ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি। যা দেশের উত্তর জনপদের চা শিল্পের জন্য ছিল সর্বোচ্চ রেকর্ড।
অনলাইন ডেস্ক
১৯ নভেম্বর, ২০২২, 10:22 PM
দেশের উত্তরাঞ্চলে চলতি বছর ১ জানুয়ারি থেকে গত ৩১ অক্টোবর পর্যন্ত ১০ মাসে ২৬ লাখ কেজি চা বেশি উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে এই ১০ মাসে অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরাঞ্চলে চা উৎপাদিত হয়েছে ১ কোটি ৪৯ লাখ কেজি। গত বছর একই সময়ে উত্তরাঞ্চলে চা উৎপাদিত হয়েছিল ১ কোটি ২৩ লাখ কেজি। এ পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর ২৬ লাখ কেজি চা বেশি উৎপাদিত হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন জানান, উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীতে সমতলের ৯টি চা-বাগান ও প্রায় ৮ সহস্রাধিক ক্ষুদ্রায়তন চা বাগানের মোট ১১ হাজার ৪৩৩ দশমিক ৯৪ একর চা আবাদি থেকে উত্তোলিত সবুজ পাতা ২৫ টি চলমান চা কারখানায় গত ১০ মাসে ১ কোটি ৪৯ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। যা গত বছরের তুলনায় ২৬ লাখ কেজি বেশি।
ড. মামুন আরো জানান, চলতি চা উৎপাদন মৌসুমে উত্তরাঞ্চলে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ কেজি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আরো ৩১ লাখ কেজি চা উৎপাদন করতে পারলেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উত্তরাঞ্চলে চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হবে।
চা বোর্ড সুত্র জানায়, কোভিড পরিস্হিতিতে ২০২১ সালে সঠিক ব্যবস্হাপনার ফলে দেশের উত্তর জনপদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চা উৎপাদন হয়েছিল ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি। যা দেশের উত্তর জনপদের চা শিল্পের জন্য ছিল সর্বোচ্চ রেকর্ড।