সোনাগাজীতে বীজ-সার পাচ্ছেন ৬৩৭০ কৃষক
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২২, 10:16 PM
সোনাগাজীতে বীজ-সার পাচ্ছেন ৬৩৭০ কৃষক
জেলার সোনাগাজীতে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক ৬ হাজার ৩৭০ চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার জানান, ২০২২-২৩ অর্থ বছরে ওই সংখ্যক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কর্মসূচির আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারী চাষে প্রণোদনা দেওয়া হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিতরণ কাজ সম্পন্ন হবে। এ প্রসঙ্গে সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে ব্যাপক অবদান রেখেছেন। সোনাগাজী কৃষি নির্ভর এলাকা। কৃষকদের যেকোন ক্রান্তিকালে সরকার সবসময় পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২২, 10:16 PM
জেলার সোনাগাজীতে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক ৬ হাজার ৩৭০ চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার জানান, ২০২২-২৩ অর্থ বছরে ওই সংখ্যক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কর্মসূচির আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারী চাষে প্রণোদনা দেওয়া হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিতরণ কাজ সম্পন্ন হবে। এ প্রসঙ্গে সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে ব্যাপক অবদান রেখেছেন। সোনাগাজী কৃষি নির্ভর এলাকা। কৃষকদের যেকোন ক্রান্তিকালে সরকার সবসময় পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।