মোস্তাফিজকে নিয়ে পাপন আশাবাদি

#
news image

টানা ক্রিকেটের মধ্যে থাকায় এখনই টেস্ট খেলতে চান না মোস্তাফিজুর রহমান। কিছুদিন বিশ্রাম নিয়ে লাল বলের ক্রিকেটে ফেরার ইচ্ছা এই বাঁহাতি পেসারের। 
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
জালাল ইউনুস বলেছেন, ‘তাকে আমরা জানিয়েছি আমাদের তাকে দরকার। যেহেতু আমাদের দুজন মূল পেসার নেই, সে থাকলে আমাদের জন্য ভালো হয়। সে বলছে, যেহেতু সে অনেক দিন এই সংস্করণে নেই, তাই তার জন্য এখনই টেস্ট খেলা কঠিন। আর আপনারা কালকের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানতে পারবেন।’
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের এই প্রধান আরও জানালেন, ‘তার (মোস্তাফিজ) যুক্তি হলো, সে ওখানে (আইপিএলে) আছে দুই মাস ধরে। বলেছে লম্বা একটা সময় চলে যাচ্ছে। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। যাই হোক, আমরা বলেছি তুমি আসো, দেখা যাক কী করা যায়।’
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলে সরাসরি আইপিএল খেলতে ভারত গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এর পর থেকেই আইপিএলের জৈব সুরক্ষাবলয়ে আছেন তিনি। আইপিএল শেষ হবে ২৯ মে।
যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, প্রয়োজন হলে টেস্টেও খেলবেন মোস্তাফিজ।
শুক্রবার বিসিবি প্রধান বলেন, ‘সবাইকে আমরা ফরম্যাট বেছে জানানোর সুযোগ দিয়েছিলাম। এর মানে এই না যে ফরম্যাট বেছে নেবে ওখানে খেলানো হবেই। না-ও তো খেলাতে পারে। আবার কেউ খেলতে না চাইলে সেটাও মেনে নেবে এমন কোনো কথা নেই। ’
নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আমার এটাও মনে আছে- মোস্তাফিজ গণমাধ্যমে বলেছে- যদি শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পাই তাহলে আমি আইপিএলে যাব না। টেস্ট নিয়েই তখন কথা হচ্ছিল। ও কি মিথ্যা কথা বলেছে? ওর আব্বাও তো বলেছে দেখলাম। আপনারা কেন সন্দেহ প্রকাশ করে খামোখা একটা সন্দেহ ঢুকাচ্ছেন মনে?’
ওয়েস্ট ইন্ডিজ সফরে মোস্তাফিজের খেলা প্রসঙ্গে পাপন বলেছেন, ‘আমাদের দরকার হলে অবশ্যই খেলবে সে। এটা নিয়ে তো দ্বিধা থাকার কারণই নেই। আমরা নেব কি না সেটা ভিন্ন ইস্যু। এটা নিয়ে জটিলতা সৃষ্টির কিছু নেই। এক জায়গায় (আইপিএল) আছে। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে তো চলে আসবে। টেস্ট দলে নেওয়া হলে অবশ্যই সে খেলবে। ’
এদিকে দলের পারফরম্যান্স যেমনই হোক, অনেক দিন ধরেই টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সমালোচনা বাড়ছে। সর্বশেষ পাঁচ ইনিংসে তিনি ব্যক্তিগত সংগ্রহ নিয়ে যেতে পারেননি দুই অঙ্কের কোটাতে।
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটসম্যানদের রান করার মিছিলেও ব্যর্থ হয়েছেন তিনি। দলের হয়ে একমাত্র ইনিংসে ব্যাট করতে নেমে ১৯ বলে ২ রান করেন মুমিনুল। যদিও ম্যাচশেষে আরও একবার তিনি জানিয়েছেন, ফর্ম নিয়ে চিন্তিত নন।
তবে মুমিনুলকে নিয়ে প্রতিনিয়তই বাড়ছে সমালোচনা। বিসিবি সভাপতি অবশ্য বলছেন, একজন নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে এত কথা বলা ঠিক নয়। শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা উদযাপন অনুষ্ঠানে এসে মুমিনুলের সামর্থ্যে নিজের আস্থার কথা জানান তিনি।
পাপন বলেছেন, ‘আপনারা আলাদা ক্রিকেটার নিয়ে কেন বেশি কথা বলেন আমি জানি না। আমার কাছে নির্দিষ্ট খেলোয়াড় ইস্যু না, এখানে দল, পুরো দল। সুতরাং আমার দল নিয়ে চিন্তা করি। কয়টা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক খেলোয়াড় প্রত্যেক দিন রান করবে না। আমাদের মনে রাখতে হবে একটা খারাপ সময় সকলেরই যায়।’
‘কিছুদিন আগে যাদের নিয়ে আপনারা কথা বলেছেন, সন্দেহ প্রকাশ করেছেন তারাতো দেখিয়েছে। এমনকি মুশফিককে নিয়েও অনেক সময় অনেকে অনেক কথা বলেছে। কিন্তু দেখেন মুশফিকতো প্রমাণ করেছে।’
বিসিবি সভাপতি বলেন, ‘আসল জিনিসটা হলো বিশ্বাস যে আমরা মনে প্রাণে কি বিশ্বাস করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি মুমিনুল পুরোপুরি সামর্থ্যবান। এবং ও আগে এটা প্রমাণ করেছে। ওর একটা খারাপ সময় যাচ্ছে আর আমি আশা করছি খুব শিগগিরই সে এটা থেকে কাটিয়ে উঠবে। ’
সব ঠিক থাকলে আগামী মাসের ৫ ও ৬ তারিখ বাংলাদেশ দল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে।

প্রভাতী খবর ডেস্ক

২২ মে, ২০২২,  12:22 AM

news image

টানা ক্রিকেটের মধ্যে থাকায় এখনই টেস্ট খেলতে চান না মোস্তাফিজুর রহমান। কিছুদিন বিশ্রাম নিয়ে লাল বলের ক্রিকেটে ফেরার ইচ্ছা এই বাঁহাতি পেসারের। 
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
জালাল ইউনুস বলেছেন, ‘তাকে আমরা জানিয়েছি আমাদের তাকে দরকার। যেহেতু আমাদের দুজন মূল পেসার নেই, সে থাকলে আমাদের জন্য ভালো হয়। সে বলছে, যেহেতু সে অনেক দিন এই সংস্করণে নেই, তাই তার জন্য এখনই টেস্ট খেলা কঠিন। আর আপনারা কালকের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানতে পারবেন।’
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের এই প্রধান আরও জানালেন, ‘তার (মোস্তাফিজ) যুক্তি হলো, সে ওখানে (আইপিএলে) আছে দুই মাস ধরে। বলেছে লম্বা একটা সময় চলে যাচ্ছে। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। যাই হোক, আমরা বলেছি তুমি আসো, দেখা যাক কী করা যায়।’
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলে সরাসরি আইপিএল খেলতে ভারত গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এর পর থেকেই আইপিএলের জৈব সুরক্ষাবলয়ে আছেন তিনি। আইপিএল শেষ হবে ২৯ মে।
যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, প্রয়োজন হলে টেস্টেও খেলবেন মোস্তাফিজ।
শুক্রবার বিসিবি প্রধান বলেন, ‘সবাইকে আমরা ফরম্যাট বেছে জানানোর সুযোগ দিয়েছিলাম। এর মানে এই না যে ফরম্যাট বেছে নেবে ওখানে খেলানো হবেই। না-ও তো খেলাতে পারে। আবার কেউ খেলতে না চাইলে সেটাও মেনে নেবে এমন কোনো কথা নেই। ’
নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আমার এটাও মনে আছে- মোস্তাফিজ গণমাধ্যমে বলেছে- যদি শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পাই তাহলে আমি আইপিএলে যাব না। টেস্ট নিয়েই তখন কথা হচ্ছিল। ও কি মিথ্যা কথা বলেছে? ওর আব্বাও তো বলেছে দেখলাম। আপনারা কেন সন্দেহ প্রকাশ করে খামোখা একটা সন্দেহ ঢুকাচ্ছেন মনে?’
ওয়েস্ট ইন্ডিজ সফরে মোস্তাফিজের খেলা প্রসঙ্গে পাপন বলেছেন, ‘আমাদের দরকার হলে অবশ্যই খেলবে সে। এটা নিয়ে তো দ্বিধা থাকার কারণই নেই। আমরা নেব কি না সেটা ভিন্ন ইস্যু। এটা নিয়ে জটিলতা সৃষ্টির কিছু নেই। এক জায়গায় (আইপিএল) আছে। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে তো চলে আসবে। টেস্ট দলে নেওয়া হলে অবশ্যই সে খেলবে। ’
এদিকে দলের পারফরম্যান্স যেমনই হোক, অনেক দিন ধরেই টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সমালোচনা বাড়ছে। সর্বশেষ পাঁচ ইনিংসে তিনি ব্যক্তিগত সংগ্রহ নিয়ে যেতে পারেননি দুই অঙ্কের কোটাতে।
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটসম্যানদের রান করার মিছিলেও ব্যর্থ হয়েছেন তিনি। দলের হয়ে একমাত্র ইনিংসে ব্যাট করতে নেমে ১৯ বলে ২ রান করেন মুমিনুল। যদিও ম্যাচশেষে আরও একবার তিনি জানিয়েছেন, ফর্ম নিয়ে চিন্তিত নন।
তবে মুমিনুলকে নিয়ে প্রতিনিয়তই বাড়ছে সমালোচনা। বিসিবি সভাপতি অবশ্য বলছেন, একজন নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে এত কথা বলা ঠিক নয়। শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা উদযাপন অনুষ্ঠানে এসে মুমিনুলের সামর্থ্যে নিজের আস্থার কথা জানান তিনি।
পাপন বলেছেন, ‘আপনারা আলাদা ক্রিকেটার নিয়ে কেন বেশি কথা বলেন আমি জানি না। আমার কাছে নির্দিষ্ট খেলোয়াড় ইস্যু না, এখানে দল, পুরো দল। সুতরাং আমার দল নিয়ে চিন্তা করি। কয়টা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক খেলোয়াড় প্রত্যেক দিন রান করবে না। আমাদের মনে রাখতে হবে একটা খারাপ সময় সকলেরই যায়।’
‘কিছুদিন আগে যাদের নিয়ে আপনারা কথা বলেছেন, সন্দেহ প্রকাশ করেছেন তারাতো দেখিয়েছে। এমনকি মুশফিককে নিয়েও অনেক সময় অনেকে অনেক কথা বলেছে। কিন্তু দেখেন মুশফিকতো প্রমাণ করেছে।’
বিসিবি সভাপতি বলেন, ‘আসল জিনিসটা হলো বিশ্বাস যে আমরা মনে প্রাণে কি বিশ্বাস করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি মুমিনুল পুরোপুরি সামর্থ্যবান। এবং ও আগে এটা প্রমাণ করেছে। ওর একটা খারাপ সময় যাচ্ছে আর আমি আশা করছি খুব শিগগিরই সে এটা থেকে কাটিয়ে উঠবে। ’
সব ঠিক থাকলে আগামী মাসের ৫ ও ৬ তারিখ বাংলাদেশ দল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে।