বরিশালে ২৫শ’ কেজি পলিথিনসহ ব্যবসায়ী গ্রেপ্তার

#
news image

পরিবেশদূষণকারী বিক্রি নিষিদ্ধ ২৫শ’ কেজি পলিথিনসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরের মসজিদ গলিতে র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়।

এসময় ওই এলাকার বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে আক্কাস হাওলাদারকে গ্রেপ্তারসহ তার ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫শ’ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

নাগরিক নিউজ ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৪,  11:03 PM

news image

পরিবেশদূষণকারী বিক্রি নিষিদ্ধ ২৫শ’ কেজি পলিথিনসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরের মসজিদ গলিতে র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়।

এসময় ওই এলাকার বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে আক্কাস হাওলাদারকে গ্রেপ্তারসহ তার ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫শ’ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।