সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
২১ জুন, ২০২২, 12:08 AM

সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২০ জুন) সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।
সোমবার (২০ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, সুনামগঞ্জে আজ একদিনেই চার ফুট পানি কমেছে। এই সংবাদে গা না ভাসিয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
সচিব জানিয়েছেন, এখন যে বন্যাটা হচ্ছে বা পানিটা এসেছে এটা আসলে ম্যানেজ করার বাইরে। পানি এমনভাবে আসছে যে কাউকে তৈরি হওয়ার সুযোগ দেয়নি। কিন্তু সরকার খুব সহজে ও দ্রুত ম্যানেজ করার কারণে ম্যাসিভ কোনও ক্ষতি হয়নি। সেনাবাহিনী-নৌবাহিনীকে কাজে লাগানো সবচেয়ে ভালো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
২১ জুন, ২০২২, 12:08 AM

আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২০ জুন) সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।
সোমবার (২০ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, সুনামগঞ্জে আজ একদিনেই চার ফুট পানি কমেছে। এই সংবাদে গা না ভাসিয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
সচিব জানিয়েছেন, এখন যে বন্যাটা হচ্ছে বা পানিটা এসেছে এটা আসলে ম্যানেজ করার বাইরে। পানি এমনভাবে আসছে যে কাউকে তৈরি হওয়ার সুযোগ দেয়নি। কিন্তু সরকার খুব সহজে ও দ্রুত ম্যানেজ করার কারণে ম্যাসিভ কোনও ক্ষতি হয়নি। সেনাবাহিনী-নৌবাহিনীকে কাজে লাগানো সবচেয়ে ভালো হয়েছে।