উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে অনড় অবস্থানে বিএনপি

#
news image

উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত বা আলোচনা কোনটাই হয়নি বিএনপির দলীয় ফোরামে। বর্তমান সরকারের অধিনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না নেওয়ার বিষয়টিতে আগের সিদ্ধান্তেই রয়েছে বিএনপি। আর এই নির্চনে দলীয় সিদ্ধান্তের বাইরে অংশ নিলে তাকে বিএনপি ছাড়তে হবে, এখন পর্যন্ত কঠোর এই অবস্থানেই আছে দলের হাইকমান্ড। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করেন না। তিনি ইতিমধ্যে কয়েক বার তামাশার নির্বাচন করেছেন। আমাদের দলে এখন পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয়ে আছে। 

উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাফ সাফ জানিয়ে দিলেন বিএনপির অবস্থানের কথা। বললেন, এই বিষয়ে তার দল আগের অবস্থানেই আছে। বর্তমান সরকারের অধিনে কোন নির্বাচনে অংশ নেবে না। এবং এই বিষয়ে কোনো আলোচনাও হয়নি। যারা দল করে তারা সিদ্ধান্ত মানবে। আর কেউ যদি এই সিদ্ধান্তের বাইরে অবস্থান নেয় তাহলে সে তো দলের মধ্যে থেকে করতে পারবে না।

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম শীর্ষ নেতা ড. আবদুল মঈন খান বলেন, ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের পর আওযামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে। জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে। জনবিছিন্ন হয়ে পরায় তারা উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাঠে নামতে ভয় পেয়েছে। তারা নিজেদের নৌকা নিজেরই ডুবিয়ে দিয়েছে। এজন্য স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করতে চায় না। তিনি বলেন, বর্তমান সরকারের অধিনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে এখনো আগের অবস্থান রয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৪,  2:41 AM

news image

উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত বা আলোচনা কোনটাই হয়নি বিএনপির দলীয় ফোরামে। বর্তমান সরকারের অধিনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না নেওয়ার বিষয়টিতে আগের সিদ্ধান্তেই রয়েছে বিএনপি। আর এই নির্চনে দলীয় সিদ্ধান্তের বাইরে অংশ নিলে তাকে বিএনপি ছাড়তে হবে, এখন পর্যন্ত কঠোর এই অবস্থানেই আছে দলের হাইকমান্ড। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করেন না। তিনি ইতিমধ্যে কয়েক বার তামাশার নির্বাচন করেছেন। আমাদের দলে এখন পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয়ে আছে। 

উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাফ সাফ জানিয়ে দিলেন বিএনপির অবস্থানের কথা। বললেন, এই বিষয়ে তার দল আগের অবস্থানেই আছে। বর্তমান সরকারের অধিনে কোন নির্বাচনে অংশ নেবে না। এবং এই বিষয়ে কোনো আলোচনাও হয়নি। যারা দল করে তারা সিদ্ধান্ত মানবে। আর কেউ যদি এই সিদ্ধান্তের বাইরে অবস্থান নেয় তাহলে সে তো দলের মধ্যে থেকে করতে পারবে না।

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম শীর্ষ নেতা ড. আবদুল মঈন খান বলেন, ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের পর আওযামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে। জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে। জনবিছিন্ন হয়ে পরায় তারা উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাঠে নামতে ভয় পেয়েছে। তারা নিজেদের নৌকা নিজেরই ডুবিয়ে দিয়েছে। এজন্য স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করতে চায় না। তিনি বলেন, বর্তমান সরকারের অধিনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে এখনো আগের অবস্থান রয়েছে বিএনপি।