শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

ধামইরহাটে আগাম আমের মুকুল দেখা দিয়েছে 

#
news image

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ সামনে মধু মাস আসন্ন এমনই বার্তা নিয়ে পৌষের শুরুতেই গাছে গাছে দেখা দিয়েছে আগাম আমের মুকুল। বাতাসে ভেঁসে বেড়াচ্ছে মিষ্টি গন্ধ। মুকুল থেকে গুন গুন শব্দ করে মৌমাছি সংগ্রহ করছে মধু। মুকুলের সেই গন্ধ বয়ে নিয়ে আসছে মধু মাস। তাই পৌষ মাসের প্রথমেই দেখা দিয়েছে গাছে আমের মুকুল। প্রকৃতির নিয়মানুযায়ী মাঘ মাসে গাছে গাছে ছেঁয়ে যায় আমের মুকুল। এ বার তার ব্যতিক্রম হিসেবে দেখা দিয়েছে পৌষের প্রথমে কিছু গাছে আমের মুকুল এসে দোল খাচ্ছে।

নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম গ্রামের হুমায়ন কবির এর বাড়ির খলিয়ানে রোপিত নাক ফজলি গাছে আগাম জাতের মুকুলে ভরে গেছে। এ উপজেলায় উল্লেখযোগ্য আম হলো নাক ফজলি, নেংড়া, খিরসাপাতি, বেনানা, গোপালভোগ, আম্রপলি, আশ্বিনা, লকমা অন্যতম। সরজমিন গিয়ে কথা হয় হুমায়ন কবিরের সাথে তিনি জানান, আমি দু'বছর পূর্বে আম গাছ গুলো লাগিয়ে ছিলাম। যেহেতু গাছ গুলো কলম করা তাই তাড়াতাড়ি গাছে মুকুল এসেছে। তবে প্রকৃতির নিয়ম অনুসারে যে সময় গাছে মুকুল আসে তার প্রায় এক মাস আগে আমার গাছে মুকুল আশায় আমি খুব খুশি। সব মিলিশে আবহাওয়া সুন্দর আছে যদি এমনই থাকে তা হলে হয়তো আমের ভালো ফলন হবে। 

               

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ)

০৫ জানুয়ারি, ২০২৪,  4:53 PM

news image

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ সামনে মধু মাস আসন্ন এমনই বার্তা নিয়ে পৌষের শুরুতেই গাছে গাছে দেখা দিয়েছে আগাম আমের মুকুল। বাতাসে ভেঁসে বেড়াচ্ছে মিষ্টি গন্ধ। মুকুল থেকে গুন গুন শব্দ করে মৌমাছি সংগ্রহ করছে মধু। মুকুলের সেই গন্ধ বয়ে নিয়ে আসছে মধু মাস। তাই পৌষ মাসের প্রথমেই দেখা দিয়েছে গাছে আমের মুকুল। প্রকৃতির নিয়মানুযায়ী মাঘ মাসে গাছে গাছে ছেঁয়ে যায় আমের মুকুল। এ বার তার ব্যতিক্রম হিসেবে দেখা দিয়েছে পৌষের প্রথমে কিছু গাছে আমের মুকুল এসে দোল খাচ্ছে।

নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম গ্রামের হুমায়ন কবির এর বাড়ির খলিয়ানে রোপিত নাক ফজলি গাছে আগাম জাতের মুকুলে ভরে গেছে। এ উপজেলায় উল্লেখযোগ্য আম হলো নাক ফজলি, নেংড়া, খিরসাপাতি, বেনানা, গোপালভোগ, আম্রপলি, আশ্বিনা, লকমা অন্যতম। সরজমিন গিয়ে কথা হয় হুমায়ন কবিরের সাথে তিনি জানান, আমি দু'বছর পূর্বে আম গাছ গুলো লাগিয়ে ছিলাম। যেহেতু গাছ গুলো কলম করা তাই তাড়াতাড়ি গাছে মুকুল এসেছে। তবে প্রকৃতির নিয়ম অনুসারে যে সময় গাছে মুকুল আসে তার প্রায় এক মাস আগে আমার গাছে মুকুল আশায় আমি খুব খুশি। সব মিলিশে আবহাওয়া সুন্দর আছে যদি এমনই থাকে তা হলে হয়তো আমের ভালো ফলন হবে।