শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

দৌলতপুরে কুল চাষে সফলতায় মুখে হাসি কৃষকের

#
news image

কুষ্টিয়ার দৌলতপুরে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কুল (বরই) চাষিরা। আবহাওয়া অনুকুলে থাকলে  ব্যাপক লাভের আশা তাদের, সকল ধরনের তথ্য, সেবা ও পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগের কর্মকর্তারা।

মাঠের চারপাশে তামাক আর তামাক মাঝে খানে দাড়িয়ে আছে সারি সারি কুলগাছ। আকারে ছোট গাছগুলো। বড়জোর চার থেকে পাঁচ ফুট। কুলের ভারে মাটিতে নুয়ে পড়েছে প্রতিটি গাছ। অগ্রিম চাষাবাদ করাই দাম পাচ্ছে ভালো। অনেকেই কুল চাষ করে ঘুচিয়েছেন বেকারত্ব। এবছর পিয়ারপুর ইউনিয়নের প্রায় ৭ জন কৃষক কুল চাষ করেছেন।

পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের কুল চাষী রুবায়েত আহমেদ এর সাথে কথা বলে জানা যায়, উপসহকারী কৃষি অফিসার মোঃ শাহরিয়ার শামীম এর  নির্দেশনাই চলতি মৌসুমে তার নিজের সাড়ে ৪ বিঘা জমিতে উন্নতজাতের ভারত সুন্দরী কুলের চাষ করেছেন। তিনি বিঘা প্রতি ১০০ থেকে ১১০ মণ হারে ফলন পাবেন বলে আশা করছেন। এ কুল বাগান রোপণ ও পরিচর্যায় প্রতি বিঘায় খরচ  ৪৫ থেকে ৫০ হাজার টাকার মতো হলেও ফলন ভালো হলে ও বাজার মূল্য ভাল পাওয়া গেলে খরচের দ্বিগুণ লাভ পাওয়া যাবে বলে জানান তিনি। 

দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া গ্ৰামে আকসেদ আলী পরিদর্শনে এসে তিনি জানান, আমি গত বছর কুল চাষ করেছি কিন্তু সেই জাতের কুল ভালো না হওয়ায় আমি সেই গাছ গুলো কেটে ফেলেছি। কিন্তু এই ভারত সুন্দরী গাছ দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আমাদের জমিতে আগামীতে এই ভারত সুন্দরী কুল চাষের জন্য উৎসাহিত হয়েছি। 

শুক্রবার (২২ ডিসেম্বর ২০২৩ ইং) সকালে মাঠ পরিদর্শনের সময় উপকৃষি সহকারী মোঃ শাহরিয়ার শামীম বলেন, আমরা উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় এই মৌসুমে পিয়ারপুর ইউনিয়নের ৭ জন কৃষক বিভিন্ন জাতের কুল চাষ করেছে এবং তাদের সকল ধরনের পরামর্শ সেবা আমরা প্রদান করছি । আশা করি আগামী বছর এমন ধরনের চাষ আরও বৃদ্ধি পাবে। 

এ সময় তিনি, রুবায়েত হোসেনকে বাগানের বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

মোঃ জিয়াউর রহমান , কুষ্টিয়া

২২ ডিসেম্বর, ২০২৩,  5:28 PM

news image

কুষ্টিয়ার দৌলতপুরে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কুল (বরই) চাষিরা। আবহাওয়া অনুকুলে থাকলে  ব্যাপক লাভের আশা তাদের, সকল ধরনের তথ্য, সেবা ও পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগের কর্মকর্তারা।

মাঠের চারপাশে তামাক আর তামাক মাঝে খানে দাড়িয়ে আছে সারি সারি কুলগাছ। আকারে ছোট গাছগুলো। বড়জোর চার থেকে পাঁচ ফুট। কুলের ভারে মাটিতে নুয়ে পড়েছে প্রতিটি গাছ। অগ্রিম চাষাবাদ করাই দাম পাচ্ছে ভালো। অনেকেই কুল চাষ করে ঘুচিয়েছেন বেকারত্ব। এবছর পিয়ারপুর ইউনিয়নের প্রায় ৭ জন কৃষক কুল চাষ করেছেন।

পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের কুল চাষী রুবায়েত আহমেদ এর সাথে কথা বলে জানা যায়, উপসহকারী কৃষি অফিসার মোঃ শাহরিয়ার শামীম এর  নির্দেশনাই চলতি মৌসুমে তার নিজের সাড়ে ৪ বিঘা জমিতে উন্নতজাতের ভারত সুন্দরী কুলের চাষ করেছেন। তিনি বিঘা প্রতি ১০০ থেকে ১১০ মণ হারে ফলন পাবেন বলে আশা করছেন। এ কুল বাগান রোপণ ও পরিচর্যায় প্রতি বিঘায় খরচ  ৪৫ থেকে ৫০ হাজার টাকার মতো হলেও ফলন ভালো হলে ও বাজার মূল্য ভাল পাওয়া গেলে খরচের দ্বিগুণ লাভ পাওয়া যাবে বলে জানান তিনি। 

দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া গ্ৰামে আকসেদ আলী পরিদর্শনে এসে তিনি জানান, আমি গত বছর কুল চাষ করেছি কিন্তু সেই জাতের কুল ভালো না হওয়ায় আমি সেই গাছ গুলো কেটে ফেলেছি। কিন্তু এই ভারত সুন্দরী গাছ দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আমাদের জমিতে আগামীতে এই ভারত সুন্দরী কুল চাষের জন্য উৎসাহিত হয়েছি। 

শুক্রবার (২২ ডিসেম্বর ২০২৩ ইং) সকালে মাঠ পরিদর্শনের সময় উপকৃষি সহকারী মোঃ শাহরিয়ার শামীম বলেন, আমরা উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় এই মৌসুমে পিয়ারপুর ইউনিয়নের ৭ জন কৃষক বিভিন্ন জাতের কুল চাষ করেছে এবং তাদের সকল ধরনের পরামর্শ সেবা আমরা প্রদান করছি । আশা করি আগামী বছর এমন ধরনের চাষ আরও বৃদ্ধি পাবে। 

এ সময় তিনি, রুবায়েত হোসেনকে বাগানের বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।