কুয়েতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
নাগরিক স্পোর্টস ডেস্ক
০১ জুলাই, ২০২৩, 7:55 PM
কুয়েতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ের টানা ১৪ বছরের অপেক্ষার অবসান এবারও হলো না। কুয়েতের কাছে একমাত্র গোলে পরাজিত হয়ে সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ। শক্তিশালী কুয়েতের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছে লাল-সবুজের সেনারা। একশ’ মিনিটের হৃদস্পন্দন থেমে যাওয়া লড়াইয়ে একাধিক গোলেরও সুযোগ পেয়েছিলো জামাল ভূঁইয়ারা। কিন্তু বল কাক্সিক্ষত ঠিকানা খুঁজে পায়নি।
নির্ধারিত ৯০ মিনিট আটকে রাখার পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও কুয়েতকে প্রায় আটকে রেখেছিল বাংলাদেশ। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আর মোমেন্টাম ধরে রাখা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। খেই হারিয়ে গোল হজম করে বসে লাল সবুজের প্রতিনিধিরা।
আবদুল্লাহর গোলে লিড পায় কুয়েত। আর তাতেই স্বপ্নভঙ্গ চোখ রাঙাতে থাকে বাংলাদেশকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে ১-০ তে এগিয়ে রয়েছে কুয়েত।
অতিরিক্ত সময়ের ৮ম মিনিটে আল রাশিদির ক্রস থেকে ডি বক্সের ভেতর থাকা আবদুল্লাহ শট নেন গোলমুখে। কুয়েতের শতভাগ নিশ্চিত সেই শট আটকে যায় বাংলাদেশের দেয়াল জিকোর হাতে। ফিরতি শটে আল রাশিদি ফের দুর্দান্ত এক শট নিলে সেটিও ঠেকিয়ে দিয়ে বিপর্যয় এড়ান জিকো।
কিন্তু ১০৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আবদুল্লাহর শট চলে যায় জিকোর পায়ের নিচ দিয়ে। যার ফলে ডেডলক ভেঙে গোলের দেখা মেলে কুয়েতের।
নাগরিক স্পোর্টস ডেস্ক
০১ জুলাই, ২০২৩, 7:55 PM
সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ের টানা ১৪ বছরের অপেক্ষার অবসান এবারও হলো না। কুয়েতের কাছে একমাত্র গোলে পরাজিত হয়ে সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ। শক্তিশালী কুয়েতের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছে লাল-সবুজের সেনারা। একশ’ মিনিটের হৃদস্পন্দন থেমে যাওয়া লড়াইয়ে একাধিক গোলেরও সুযোগ পেয়েছিলো জামাল ভূঁইয়ারা। কিন্তু বল কাক্সিক্ষত ঠিকানা খুঁজে পায়নি।
নির্ধারিত ৯০ মিনিট আটকে রাখার পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও কুয়েতকে প্রায় আটকে রেখেছিল বাংলাদেশ। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আর মোমেন্টাম ধরে রাখা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। খেই হারিয়ে গোল হজম করে বসে লাল সবুজের প্রতিনিধিরা।
আবদুল্লাহর গোলে লিড পায় কুয়েত। আর তাতেই স্বপ্নভঙ্গ চোখ রাঙাতে থাকে বাংলাদেশকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে ১-০ তে এগিয়ে রয়েছে কুয়েত।
অতিরিক্ত সময়ের ৮ম মিনিটে আল রাশিদির ক্রস থেকে ডি বক্সের ভেতর থাকা আবদুল্লাহ শট নেন গোলমুখে। কুয়েতের শতভাগ নিশ্চিত সেই শট আটকে যায় বাংলাদেশের দেয়াল জিকোর হাতে। ফিরতি শটে আল রাশিদি ফের দুর্দান্ত এক শট নিলে সেটিও ঠেকিয়ে দিয়ে বিপর্যয় এড়ান জিকো।
কিন্তু ১০৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আবদুল্লাহর শট চলে যায় জিকোর পায়ের নিচ দিয়ে। যার ফলে ডেডলক ভেঙে গোলের দেখা মেলে কুয়েতের।