ভূটানকে হারিয়ে সাফ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ

#
news image

ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভূটানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল। এই জয়ের সুবাদে ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। ২০০৯ সালের পর আর সেমিতে খেলতে পারেনি বাংলাদেশ। 

শুরুতে বাংলাদেশকে একটু বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছিল। ছিল কিছুটা গোছালোও। এই সুযোগটাই কাজে লাগায় ভুটান। শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল তাদের। সে ধারাবাহিকতায় ১৩ মিনিটেই এগিয়ে যায় ভুটান। প্রতি আক্রমণ থেকে বক্সের মাথা থেকে আচমকা শটে গোল করেন সেন্দা দর্জি। তবে বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ ধরে রাখতে পারেনি ভুটান। ২১ মিনিটে মোরসালিনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। সূত্র: জাগোনিউজ

বাংলাদেশ সমতা ফেরায় ২২ মিনিটে। আগের ম্যাচের তৃতীয় গোলদাতা শেখ মোরসালিন দারণ এক শটে দলকে ম্যাচে ফিরিয়েছেন। রাকিবের পাসে বক্সের বাইরে থেকে নেওয়া মোরসালিন বাঁ পায়ের বুলেট গতির শট মুহূর্তেই ভুটানের জাল কাঁপিয়েছে।  
 
আক্রমণে যাওয়া বাংলাদেশ এগিয়ে যায় ৩০ মিনিটেই। এই গোলটিরও নেপথ্যেও ছিলেন মোসরাসিল। মোরসালিনের ক্রসে রাকিবের রিসিভ করার পর ভুটানের মান্থশো জিগমের শরীরে লেগে জড়িয়ে যায় জালে।
 
৩৬ মিনিটে রাকিবের দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ে আরও। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে প্রায় বাইলাইনের কাছাকাছি থেকে শট নিয়েছিলেন তিনি। পরে তা বাম প্রান্তের পোস্টের ভেতরে লেগে জড়িয়ে যায় জালে।  বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলে। সূত্র: বাংলাট্রিবিউন

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, জামাল ভূঁইয়া, তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, রাকিব হোসেন, শেখ মোরসালিন, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা ও ঈসা ফয়সাল।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৮ জুন, ২০২৩,  10:58 PM

news image

ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভূটানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল। এই জয়ের সুবাদে ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। ২০০৯ সালের পর আর সেমিতে খেলতে পারেনি বাংলাদেশ। 

শুরুতে বাংলাদেশকে একটু বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছিল। ছিল কিছুটা গোছালোও। এই সুযোগটাই কাজে লাগায় ভুটান। শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল তাদের। সে ধারাবাহিকতায় ১৩ মিনিটেই এগিয়ে যায় ভুটান। প্রতি আক্রমণ থেকে বক্সের মাথা থেকে আচমকা শটে গোল করেন সেন্দা দর্জি। তবে বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ ধরে রাখতে পারেনি ভুটান। ২১ মিনিটে মোরসালিনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। সূত্র: জাগোনিউজ

বাংলাদেশ সমতা ফেরায় ২২ মিনিটে। আগের ম্যাচের তৃতীয় গোলদাতা শেখ মোরসালিন দারণ এক শটে দলকে ম্যাচে ফিরিয়েছেন। রাকিবের পাসে বক্সের বাইরে থেকে নেওয়া মোরসালিন বাঁ পায়ের বুলেট গতির শট মুহূর্তেই ভুটানের জাল কাঁপিয়েছে।  
 
আক্রমণে যাওয়া বাংলাদেশ এগিয়ে যায় ৩০ মিনিটেই। এই গোলটিরও নেপথ্যেও ছিলেন মোসরাসিল। মোরসালিনের ক্রসে রাকিবের রিসিভ করার পর ভুটানের মান্থশো জিগমের শরীরে লেগে জড়িয়ে যায় জালে।
 
৩৬ মিনিটে রাকিবের দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ে আরও। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে প্রায় বাইলাইনের কাছাকাছি থেকে শট নিয়েছিলেন তিনি। পরে তা বাম প্রান্তের পোস্টের ভেতরে লেগে জড়িয়ে যায় জালে।  বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলে। সূত্র: বাংলাট্রিবিউন

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, জামাল ভূঁইয়া, তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, রাকিব হোসেন, শেখ মোরসালিন, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা ও ঈসা ফয়সাল।