ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি
নাগরিক স্পোর্টস ডেস্ক
২৭ জুন, ২০২৩, 2:25 PM
ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি
চলতি বছর ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ^কাপ। সবশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল। মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিশ^কাপের সূচি প্রকাশ করেছেন আইসিসি।
বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৭ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে মুখোমুখি হতে হবে বাকি নয় প্রতিপক্ষের। অর্থাৎ নকআউট বাদে প্রতি দলকেই খেলতে হবে নয়টি করে ম্যাচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সাকিব-তামিমরা। তৃতীয় ম্যাচে ১৪ অক্টোবর চেন্নাইতে বাংলাদেশকে মোকাবিলা করবে নিউজিল্যান্ড।
১৯ তারিখে স্বাগতিক ভারতে বিরুদ্ধে খেলবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা (২৪), পাকিস্তান (৩১) এবং লিগ পর্বে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে (১২) নভেম্বর মাঠে নামবে টাইগাররা। বাকি দুই ম্যাচে ২৮ অক্টোবর এবং ৬ নভেম্বরে বাছাইপর্বে দুই ফাইনালিস্টের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদিও এই ভেন্যুটি নিয়ে আপত্তি তুলেছিলো পাকিস্তান। তবে লাখের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠটিতে হাই-ভোল্টেজ ম্যাচটির অধিক মুনাফা তুলতে চায় আয়োজক। আর তাই শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় আহমেদাবাদেই হচ্ছে মহারণটি।
অন্যদিকে, পাকিস্তানের প্রস্তাব নাকোচ করে আইসিসি সূচি প্রকাশ করলেও, বিশ^কাপে বাবর আজমরা অংশ নিবেন কিনা এখনো নিশ্চিত করেনি পিসিবি। দেশটির সরকার অনুমতি দিলেই ভারতে বিশ^কাপ খেলবে পাকিস্তান এই কথা বলেছিলেন নাজাম শেঠি।
নাগরিক স্পোর্টস ডেস্ক
২৭ জুন, ২০২৩, 2:25 PM
চলতি বছর ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ^কাপ। সবশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল। মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিশ^কাপের সূচি প্রকাশ করেছেন আইসিসি।
বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৭ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে মুখোমুখি হতে হবে বাকি নয় প্রতিপক্ষের। অর্থাৎ নকআউট বাদে প্রতি দলকেই খেলতে হবে নয়টি করে ম্যাচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সাকিব-তামিমরা। তৃতীয় ম্যাচে ১৪ অক্টোবর চেন্নাইতে বাংলাদেশকে মোকাবিলা করবে নিউজিল্যান্ড।
১৯ তারিখে স্বাগতিক ভারতে বিরুদ্ধে খেলবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা (২৪), পাকিস্তান (৩১) এবং লিগ পর্বে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে (১২) নভেম্বর মাঠে নামবে টাইগাররা। বাকি দুই ম্যাচে ২৮ অক্টোবর এবং ৬ নভেম্বরে বাছাইপর্বে দুই ফাইনালিস্টের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদিও এই ভেন্যুটি নিয়ে আপত্তি তুলেছিলো পাকিস্তান। তবে লাখের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠটিতে হাই-ভোল্টেজ ম্যাচটির অধিক মুনাফা তুলতে চায় আয়োজক। আর তাই শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় আহমেদাবাদেই হচ্ছে মহারণটি।
অন্যদিকে, পাকিস্তানের প্রস্তাব নাকোচ করে আইসিসি সূচি প্রকাশ করলেও, বিশ^কাপে বাবর আজমরা অংশ নিবেন কিনা এখনো নিশ্চিত করেনি পিসিবি। দেশটির সরকার অনুমতি দিলেই ভারতে বিশ^কাপ খেলবে পাকিস্তান এই কথা বলেছিলেন নাজাম শেঠি।