টিভি চ্যানেলের জন্য আবেদন করবে বিসিবি
নাগরিক অনলাইন ডেস্ক
১৩ জুন, ২০২৩, 3:46 PM
টিভি চ্যানেলের জন্য আবেদন করবে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘বিসিবি টিভি’ নামে নতুন চ্যানেল আনার পরিকল্পনা হাতে নিয়েছে। বাংলাদেশের খেলা সম্প্রচারে টিভি চ্যানেল অনীহা দেখালে বা ঘরোয়া ক্রিকেট সম্প্রচারে ওই টিভি চ্যানেল ব্যবহার করবে বিসিবি। সোমবার বিসিবি’র অষ্টম বোর্ড সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো ঠিক করেছি। আশা করছি অনুমোদনও পেয়ে যাবো। তখন খেলা দেখা নিয়ে অপেক্ষা করতে হবে না। আমরা ঘরোয়া ক্রিকেটও দেখাতে পারবো। সূত্র: সমকাল অনলাইন
গত মাসে আয়ারল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড স্বাগতিক হওয়ায় সম্প্রচার স্বত্ব ঠিক করতে হতো তাদের। কিন্তু সিরিজটি সম্প্রচারে কোন টিভি চ্যানেল আগ্রহ দেখায়নি। ওই সময় আইপিএল প্রচারে মনোযোগ ছিল ক্রীড়াভিত্তিক সম্প্রচার মাধ্যমগুলোর।
শেষ পর্যন্ত আইসিসি টিভিতে দেখানো হয় ম্যাচগুলো। এর আগে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, নিউজিল্যান্ড সফরেও টিভি সম্প্রচার স্বত্ব নিয়ে ঝামেলা হয়েছে। আয়ারল্যান্ড সিরিজের সময় বিসিবি সভাপতি পাপন নিজেদের টিভি আনার পরিকল্পনার কথা বলেছিলেন। সূত্র: আরটিভি
পরিকল্পনা মতো কাজও হাতে নিয়েছে বোর্ড জানিয়ে পাপন বলেন, টিভিতে সমস্ত খেলা দেখায়। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ দেখায়। কিন্তু আমাদের খেলা দেখানোয় আগ্রহ দেখায় না। এভাবে তো বসে থাকা যায় না। বিসিবি টিভি আনার পরে সম্প্রচার মাধ্যমগুলো খেলা দেখাতে চাইবে বলেও মন্তব্য করেন তিনি।
নাগরিক অনলাইন ডেস্ক
১৩ জুন, ২০২৩, 3:46 PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘বিসিবি টিভি’ নামে নতুন চ্যানেল আনার পরিকল্পনা হাতে নিয়েছে। বাংলাদেশের খেলা সম্প্রচারে টিভি চ্যানেল অনীহা দেখালে বা ঘরোয়া ক্রিকেট সম্প্রচারে ওই টিভি চ্যানেল ব্যবহার করবে বিসিবি। সোমবার বিসিবি’র অষ্টম বোর্ড সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো ঠিক করেছি। আশা করছি অনুমোদনও পেয়ে যাবো। তখন খেলা দেখা নিয়ে অপেক্ষা করতে হবে না। আমরা ঘরোয়া ক্রিকেটও দেখাতে পারবো। সূত্র: সমকাল অনলাইন
গত মাসে আয়ারল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড স্বাগতিক হওয়ায় সম্প্রচার স্বত্ব ঠিক করতে হতো তাদের। কিন্তু সিরিজটি সম্প্রচারে কোন টিভি চ্যানেল আগ্রহ দেখায়নি। ওই সময় আইপিএল প্রচারে মনোযোগ ছিল ক্রীড়াভিত্তিক সম্প্রচার মাধ্যমগুলোর।
শেষ পর্যন্ত আইসিসি টিভিতে দেখানো হয় ম্যাচগুলো। এর আগে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, নিউজিল্যান্ড সফরেও টিভি সম্প্রচার স্বত্ব নিয়ে ঝামেলা হয়েছে। আয়ারল্যান্ড সিরিজের সময় বিসিবি সভাপতি পাপন নিজেদের টিভি আনার পরিকল্পনার কথা বলেছিলেন। সূত্র: আরটিভি
পরিকল্পনা মতো কাজও হাতে নিয়েছে বোর্ড জানিয়ে পাপন বলেন, টিভিতে সমস্ত খেলা দেখায়। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ দেখায়। কিন্তু আমাদের খেলা দেখানোয় আগ্রহ দেখায় না। এভাবে তো বসে থাকা যায় না। বিসিবি টিভি আনার পরে সম্প্রচার মাধ্যমগুলো খেলা দেখাতে চাইবে বলেও মন্তব্য করেন তিনি।