ছেংগারচর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন আরিফ উল্লাহ 

#
news image

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছেংগারচর পৌরসভায় আ'লীগের দলীয় মনোনয়ন পেলেন লায়ন আরিফ উল্লাহ সরকার।  তিনি আ'লীগের উপ-কমিটির সাবেক সদস্য। তার পিতা মরহুম অলিউল্লাহ সরকার সাবেক ছেংগারচর ইউনিয়ন আ'লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। 

ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়ন নিশ্চিতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পৌর এলাকায় আনন্দ মেতে উঠে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ভক্তরা।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ছেংগারচর পৌর নির্বাচনকে কেন্দ্র করে আ' লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে কেন্দ্রীয় কমিটির কাছে ১৬জনের নামের তালিকা প্রেরণ করে জেলা আওয়ামী লীগ। তাদের মধ্যে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে  আরিফ উল্লাহ সরকারের  নাম ছিল পৌরবাসীর মুখে-মুখে।

আ'লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা   আরিফ উল্লাহ সরকারের দলীয় মনোনয়ন দেয়ার জন্য সামাজিক মাধ্যমে ঝড় তুলে কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানাতে থাকে। এভাবে পৌরবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়। যার ফল হিসেবে শুক্রবার বিকেলে আ'লীগের মনোনয়ন বোর্ডে আসন্ন ছেংগারচর  পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর নামের তালিকায় আরিফ উল্লাহ সরকারের নাম থাকায় আনন্দে আত্মহারা হয়ে উঠেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ছেংগারচর  পৌরসভার ভোট গ্রহণ হবে আগামী ১৭ জুলাই।  মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ জুন এবং যাচাই-বাছাই ১৯ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩শ ৩১ জন। ভোট কেন্দ্র ১৫টি ও একটি অস্থায়ী। 

শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর (চাঁদপুর)

১০ জুন, ২০২৩,  10:25 PM

news image

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছেংগারচর পৌরসভায় আ'লীগের দলীয় মনোনয়ন পেলেন লায়ন আরিফ উল্লাহ সরকার।  তিনি আ'লীগের উপ-কমিটির সাবেক সদস্য। তার পিতা মরহুম অলিউল্লাহ সরকার সাবেক ছেংগারচর ইউনিয়ন আ'লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। 

ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়ন নিশ্চিতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পৌর এলাকায় আনন্দ মেতে উঠে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ভক্তরা।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ছেংগারচর পৌর নির্বাচনকে কেন্দ্র করে আ' লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে কেন্দ্রীয় কমিটির কাছে ১৬জনের নামের তালিকা প্রেরণ করে জেলা আওয়ামী লীগ। তাদের মধ্যে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে  আরিফ উল্লাহ সরকারের  নাম ছিল পৌরবাসীর মুখে-মুখে।

আ'লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা   আরিফ উল্লাহ সরকারের দলীয় মনোনয়ন দেয়ার জন্য সামাজিক মাধ্যমে ঝড় তুলে কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানাতে থাকে। এভাবে পৌরবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়। যার ফল হিসেবে শুক্রবার বিকেলে আ'লীগের মনোনয়ন বোর্ডে আসন্ন ছেংগারচর  পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর নামের তালিকায় আরিফ উল্লাহ সরকারের নাম থাকায় আনন্দে আত্মহারা হয়ে উঠেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ছেংগারচর  পৌরসভার ভোট গ্রহণ হবে আগামী ১৭ জুলাই।  মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ জুন এবং যাচাই-বাছাই ১৯ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩শ ৩১ জন। ভোট কেন্দ্র ১৫টি ও একটি অস্থায়ী।