মতলবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

#
news image

চাঁদপুরের মতলব উত্তরে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যু বাষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যেগে ৩০ মে মঙ্গলবার সকালে ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়ায় মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মো. জালাল উদ্দিন।

তিনি বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি আরো বলেন, আমরা সবাই শহীদ জিয়ার আর্দশ সৈনিক। যেকোন মূল্য দেশে জিয়ার আর্দশ প্রতিষ্ঠিত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার অধীনে নির্বাচন দিলে এদেশের জনগন তা মেনে নিবেনা।

উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক নূরুল হক জিতুর পরিচালনায় বক্তব্য দেন- মতলব পৌর বিএনপির সভাপতি এনামুল হক মেয়র,সাবেক সভাপতি সোয়েব সরকার,মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর সরকার,ছেংগারচর পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। পবিত্র কোরআন তেলোয়াত করেন উপজেলা ছাত্রলের সভাপতি নূরল হুদা ফয়েজী।

আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকলের জন্য দোয়া করা হয়েছে।

শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর (চাঁদপুর)

৩০ মে, ২০২৩,  7:29 PM

news image

চাঁদপুরের মতলব উত্তরে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যু বাষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যেগে ৩০ মে মঙ্গলবার সকালে ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়ায় মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মো. জালাল উদ্দিন।

তিনি বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি আরো বলেন, আমরা সবাই শহীদ জিয়ার আর্দশ সৈনিক। যেকোন মূল্য দেশে জিয়ার আর্দশ প্রতিষ্ঠিত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার অধীনে নির্বাচন দিলে এদেশের জনগন তা মেনে নিবেনা।

উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক নূরুল হক জিতুর পরিচালনায় বক্তব্য দেন- মতলব পৌর বিএনপির সভাপতি এনামুল হক মেয়র,সাবেক সভাপতি সোয়েব সরকার,মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর সরকার,ছেংগারচর পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। পবিত্র কোরআন তেলোয়াত করেন উপজেলা ছাত্রলের সভাপতি নূরল হুদা ফয়েজী।

আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকলের জন্য দোয়া করা হয়েছে।