জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচী
নাগরিক ডেস্ক
৩০ মে, ২০২৩, 9:11 AM
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচী
সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরোত্তমের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নিহত হন তিনি।
দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়। কর্মসূচী চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচী পালন করবে।
আজ ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।
বেলা সকাল ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এরপর গাবতলীতে আয়োজিত সমাবেশে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুঃস্থদের মাঝে কাপড় ও রান্না করা খাবার বিতরণ করা হবে।
১ জুন জাসাস, ২ জুন বিএসপিপি, ৪ জুন শ্রমিক দল, ৮ জুন তাঁতী দল এবং ১০ জুন মৎস্যজীবী দল কর্মসূচী পালন করবে।
নাগরিক ডেস্ক
৩০ মে, ২০২৩, 9:11 AM
সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরোত্তমের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নিহত হন তিনি।
দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়। কর্মসূচী চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচী পালন করবে।
আজ ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।
বেলা সকাল ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এরপর গাবতলীতে আয়োজিত সমাবেশে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুঃস্থদের মাঝে কাপড় ও রান্না করা খাবার বিতরণ করা হবে।
১ জুন জাসাস, ২ জুন বিএসপিপি, ৪ জুন শ্রমিক দল, ৮ জুন তাঁতী দল এবং ১০ জুন মৎস্যজীবী দল কর্মসূচী পালন করবে।