ফাইনালে গুজরাটকে হারিয়ে পঞ্চম ট্রফি জিতলো চেন্নাই

#
news image

আইপিএলের ১৬তম আসরের ফাইনালে গুজরাট টাইটান্সনকে হারিয়ে পঞ্চম ট্রফি ঘরে তুলেছে ধোনির চেন্নাই সুপার কিংস। যেখানে সবগুলো ট্রফি ই জিতেছে ভারতের সফলতম এই অধিনায়কের অধীনে। গতকাল জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইপিএলে ফাইনাল মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা গড়াই রিজার্ভ ডে তে।

সোমবার আইপিএলের ১৬ তম আসরের ফাইনালে পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে গুজরাট টাইটান্স কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চেন্ন সুপার কিংস। ব্যাটিংয়ে নেমে  চেন্নাইকে ২১৫ রানের লক্ষ্য দেয় গুজরাট টাইটান্স। তবে দ্বিতীয় ইনিংসে মঠে নামার আগে বৃষ্টি হানাদেয়। এরপর খেলা গড়ালে বৃষ্টি আইনে ১৫ ওভারে ১৭৭ রানের লক্ষ্য পায় চেন্নাই। জবাবে ব্যাটে নেমে শ^াসরুদ্ধকর ম্যাচে জাদেজার নৈপুণ্যে শেষ বলে ৪ মেরে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। 

জবাবে ব্যাটে নেমে দারুণ শুরু চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার রুতুরাজ গাইকোয়াড ও ডেভিড কনওয়ে। দুজনের দুর্দূান্ত ব্যাটিংয়ে উইকেট না হারিয়ে পাওয়ার-প্লেতে ৭২ রান  তোলেন।তবে নিজেদের ধওে রাখতে পারেনি এই দুই ব্যটার । সপ্তম ওভাওে আফগান স্পিনার নুর আহমাদের বলে ক্যাচ আউটে কাটা পড়ে গাইকোয়াড (২৬) ও কনওয়ে (৪৭)।

দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে চেন্নাই। তবে চতুর্থ উইকেটে ব্যাটে নেমে বুড়ো হাড়ের চমক দেখায় রাহানে। ১২ বলে ২৭ রানের মারুকটে ইনিংস খেলে এই ব্যাটার। তবে ওপর প্রান্তে থিতু হন ইমপ্যাক্ট খেলোয়ার শিবম ডুবে। শেষ তিন ওভারে জয়ের জন্য দারকার ছিলো ৩৮ রান। ১৩তম ওভারে রায়ডুর একের পর এক চার ছক্কায় জয়ের দ্বার প্রান্ত পৌঁছে যায় চেন্নাই তবে ৮ বলে ১৯ রানে ফেরেন এই ব্যাটার। আইপিএলে নিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে শূন্য ডাক আউট হন ধোনি। শেষ চেন্নাইয়ে জয়ে জন্য প্রয়োজন ছিলো ১৩ রান। পর পর চার বলে বাউন্ডারি না হওয়াই ম্যাচ হাতে বাইরে চলে চেন্নাইয়ে।  শেষ দুই বলে ১০ রান লাগলে জাদেজার অসাধারণ ফিনিসিংয়ে ৫ উইকেটে জয় পায় চেন্নাই সুপার  কিংস। ডুবে ২১ বলে ৩২ এবং জাদেজা ৮ বলে ১৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান। এতে পঞ্চমবার ট্রফি জিতলো মহেন্দ্র সিং ধোনি। 

গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহিত শর্মা। এছাড়াও দুইটি উইকেট শিকার করেন নুর আহমেদ।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই  আক্রমণাত্মক ব্যাটিং করেন গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান শাহা ও শুবমান গিল। ২০ বলে ৩৯ রান করে সাঁজ ঘওে ফেরেন গিল। এরপর সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন শাহা। ৩৯ বলে ৫৪ রান করে শাহা আউট হলে, চেন্নাই বোলার অতঙ্কেও কারণ হয়ে দাঁড়াই সুদর্শন বলে বলে বাউন্ডারি হাকিয়ে রান তোলেন  এই ভারতীয় ব্যাটার। তবে ৪৭ বলে ৯৬ রান কওে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। অপর প্রান্তে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অপরাজিত ১২ বলে ২১ রানের ইনিংসে ২১৪ রানের লড়াকু পুঁজি পায় গুজরাট টাইটান্স।

চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন মাথিশা পাথিরানা। এছাড়া রর্বীদ্র জাদেজা ও দিপক চাহর একটি করে উইকেট শিকার করেন।

নাগরিক স্পোর্টস ডেস্ক

৩০ মে, ২০২৩,  9:02 AM

news image

আইপিএলের ১৬তম আসরের ফাইনালে গুজরাট টাইটান্সনকে হারিয়ে পঞ্চম ট্রফি ঘরে তুলেছে ধোনির চেন্নাই সুপার কিংস। যেখানে সবগুলো ট্রফি ই জিতেছে ভারতের সফলতম এই অধিনায়কের অধীনে। গতকাল জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইপিএলে ফাইনাল মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা গড়াই রিজার্ভ ডে তে।

সোমবার আইপিএলের ১৬ তম আসরের ফাইনালে পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে গুজরাট টাইটান্স কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চেন্ন সুপার কিংস। ব্যাটিংয়ে নেমে  চেন্নাইকে ২১৫ রানের লক্ষ্য দেয় গুজরাট টাইটান্স। তবে দ্বিতীয় ইনিংসে মঠে নামার আগে বৃষ্টি হানাদেয়। এরপর খেলা গড়ালে বৃষ্টি আইনে ১৫ ওভারে ১৭৭ রানের লক্ষ্য পায় চেন্নাই। জবাবে ব্যাটে নেমে শ^াসরুদ্ধকর ম্যাচে জাদেজার নৈপুণ্যে শেষ বলে ৪ মেরে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। 

জবাবে ব্যাটে নেমে দারুণ শুরু চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার রুতুরাজ গাইকোয়াড ও ডেভিড কনওয়ে। দুজনের দুর্দূান্ত ব্যাটিংয়ে উইকেট না হারিয়ে পাওয়ার-প্লেতে ৭২ রান  তোলেন।তবে নিজেদের ধওে রাখতে পারেনি এই দুই ব্যটার । সপ্তম ওভাওে আফগান স্পিনার নুর আহমাদের বলে ক্যাচ আউটে কাটা পড়ে গাইকোয়াড (২৬) ও কনওয়ে (৪৭)।

দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে চেন্নাই। তবে চতুর্থ উইকেটে ব্যাটে নেমে বুড়ো হাড়ের চমক দেখায় রাহানে। ১২ বলে ২৭ রানের মারুকটে ইনিংস খেলে এই ব্যাটার। তবে ওপর প্রান্তে থিতু হন ইমপ্যাক্ট খেলোয়ার শিবম ডুবে। শেষ তিন ওভারে জয়ের জন্য দারকার ছিলো ৩৮ রান। ১৩তম ওভারে রায়ডুর একের পর এক চার ছক্কায় জয়ের দ্বার প্রান্ত পৌঁছে যায় চেন্নাই তবে ৮ বলে ১৯ রানে ফেরেন এই ব্যাটার। আইপিএলে নিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে শূন্য ডাক আউট হন ধোনি। শেষ চেন্নাইয়ে জয়ে জন্য প্রয়োজন ছিলো ১৩ রান। পর পর চার বলে বাউন্ডারি না হওয়াই ম্যাচ হাতে বাইরে চলে চেন্নাইয়ে।  শেষ দুই বলে ১০ রান লাগলে জাদেজার অসাধারণ ফিনিসিংয়ে ৫ উইকেটে জয় পায় চেন্নাই সুপার  কিংস। ডুবে ২১ বলে ৩২ এবং জাদেজা ৮ বলে ১৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান। এতে পঞ্চমবার ট্রফি জিতলো মহেন্দ্র সিং ধোনি। 

গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহিত শর্মা। এছাড়াও দুইটি উইকেট শিকার করেন নুর আহমেদ।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই  আক্রমণাত্মক ব্যাটিং করেন গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান শাহা ও শুবমান গিল। ২০ বলে ৩৯ রান করে সাঁজ ঘওে ফেরেন গিল। এরপর সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন শাহা। ৩৯ বলে ৫৪ রান করে শাহা আউট হলে, চেন্নাই বোলার অতঙ্কেও কারণ হয়ে দাঁড়াই সুদর্শন বলে বলে বাউন্ডারি হাকিয়ে রান তোলেন  এই ভারতীয় ব্যাটার। তবে ৪৭ বলে ৯৬ রান কওে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। অপর প্রান্তে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অপরাজিত ১২ বলে ২১ রানের ইনিংসে ২১৪ রানের লড়াকু পুঁজি পায় গুজরাট টাইটান্স।

চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন মাথিশা পাথিরানা। এছাড়া রর্বীদ্র জাদেজা ও দিপক চাহর একটি করে উইকেট শিকার করেন।