শুটিং প্যারা স্পোর্ট বিশ্বকাপে সোনা জিতলেন ইরানের নাসরিন
নাগরিক স্পোর্টস ডেস্ক
২৮ মে, ২০২৩, 6:55 PM
শুটিং প্যারা স্পোর্ট বিশ্বকাপে সোনা জিতলেন ইরানের নাসরিন
ইরানের প্যারা শুটার নাসরিন শাহি শনিবার ২০২৩ ওয়ার্ল্ড শুটিং প্যারা স্পোর্ট (ডব্লিউএসপিএস) বিশ্বকাপের পি২ তে নারীদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১-এ স্বর্ণপদক জিতেছে।তিনি ২৩৯ দশমিক ৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থান লাভ করেন।
ফরাসি শুটার গায়েল এডন ২৩৭ দশমিক ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন। ব্রোঞ্জ মেডেল জিতেছেন ভারতের রুবিনা ফ্রান্সিস।
ইরানের ফাজেহ আহমাদিও এই ইভেন্টে চতুর্থ স্থান অধিকার করেন।দক্ষিণ কোরিয়ার চ্যাংওয়ানে ৪১টি দেশের ২২৬ জন শুটার শীর্ষ স্থান এবং কোটার জন্য লড়াই করছে।প্রতিযোগিতাটি প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের বাছাইপর্ব হিসেবে কাজ করছে। সূত্র: মেহর নিউজ।
নাগরিক স্পোর্টস ডেস্ক
২৮ মে, ২০২৩, 6:55 PM
ইরানের প্যারা শুটার নাসরিন শাহি শনিবার ২০২৩ ওয়ার্ল্ড শুটিং প্যারা স্পোর্ট (ডব্লিউএসপিএস) বিশ্বকাপের পি২ তে নারীদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১-এ স্বর্ণপদক জিতেছে।তিনি ২৩৯ দশমিক ৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থান লাভ করেন।
ফরাসি শুটার গায়েল এডন ২৩৭ দশমিক ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন। ব্রোঞ্জ মেডেল জিতেছেন ভারতের রুবিনা ফ্রান্সিস।
ইরানের ফাজেহ আহমাদিও এই ইভেন্টে চতুর্থ স্থান অধিকার করেন।দক্ষিণ কোরিয়ার চ্যাংওয়ানে ৪১টি দেশের ২২৬ জন শুটার শীর্ষ স্থান এবং কোটার জন্য লড়াই করছে।প্রতিযোগিতাটি প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের বাছাইপর্ব হিসেবে কাজ করছে। সূত্র: মেহর নিউজ।