যুব বিশ্বকাপে দুর্বল ডমিনিকার বিরুদ্ধে ৬-০ গোলে জিতলো ব্রাজিল
![logo](https://nagoriksangbad24.com/assets/frontend/images/logo/logo.png)
নাগরিক স্পোর্টস ডেস্ক
২৫ মে, ২০২৩, 11:19 PM
![news image](https://nagoriksangbad24.com/images/news/1685035156.jpg)
যুব বিশ্বকাপে দুর্বল ডমিনিকার বিরুদ্ধে ৬-০ গোলে জিতলো ব্রাজিল
আর্জেন্টিনায় চলমান অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফুটবলে ডি’গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে উড়িয়ে প্রথম জয় পেলো ব্রাজিলের যুবারা। - গোল ডটকম
বুধবার রাতে আর্জেন্টিনাস স্টেডিয়ামে ডমিনিকা রিপাবলিকের জালে ৬ গোল দিয়েছেন জুনিয়র সেলেসাওরা। ম্যাচের ৩৭তম মিনিটে ব্রাজিলের হয়ে গোলের খাতা খোলেন সাভিও। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লিওনার্দো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে ব্রাজিল। ৫৭তম মিনিটে জিন হেনরিক পেদ্রোসো দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ৮২তম মিনিটে গোল করে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন জিওভানে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরো দুটি গোল পায় ব্রাজিল। - কালেরকণ্ঠ
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মার্লোন গোমেজ এবং তৃতীয় মিনিটে ম্যাথিউস মার্তিনস গোল করলে ব্রাজিলের ৬-০ গোলের জয় নিশ্চিত হয়।
নাগরিক স্পোর্টস ডেস্ক
২৫ মে, ২০২৩, 11:19 PM
![news image](https://nagoriksangbad24.com/images/news/1685035156.jpg)
আর্জেন্টিনায় চলমান অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফুটবলে ডি’গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে উড়িয়ে প্রথম জয় পেলো ব্রাজিলের যুবারা। - গোল ডটকম
বুধবার রাতে আর্জেন্টিনাস স্টেডিয়ামে ডমিনিকা রিপাবলিকের জালে ৬ গোল দিয়েছেন জুনিয়র সেলেসাওরা। ম্যাচের ৩৭তম মিনিটে ব্রাজিলের হয়ে গোলের খাতা খোলেন সাভিও। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লিওনার্দো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে ব্রাজিল। ৫৭তম মিনিটে জিন হেনরিক পেদ্রোসো দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ৮২তম মিনিটে গোল করে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন জিওভানে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরো দুটি গোল পায় ব্রাজিল। - কালেরকণ্ঠ
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মার্লোন গোমেজ এবং তৃতীয় মিনিটে ম্যাথিউস মার্তিনস গোল করলে ব্রাজিলের ৬-০ গোলের জয় নিশ্চিত হয়।