ডেটা গোপনীয়তা লঙ্ঘনে মেটাকে ১.৩ বিলিয়ন ডলার জরিমানা
নাগরিক অনলাইন ডেস্ক
২২ মে, ২০২৩, 11:16 PM
ডেটা গোপনীয়তা লঙ্ঘনে মেটাকে ১.৩ বিলিয়ন ডলার জরিমানা
ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দায়ে ফেসবুকের স্বত্বাধিকারী মেটাকে এই জরিমানা করা হয়েছে যা ইউরোতে দাঁড়ায় রেকর্ড পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন। তথ্যটি জানিয়েছে আয়ারল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থা। আল জাজিরা
ইউরোপীয় ইউনিয়নের হয়ে কাজ করা আইরিশ ডাটা প্রোটেকশন কমিশন (ডিপিসি) সোমবার জানায়, ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ড (ইডিপিবি) মূলত এই প্রশাসনিক জরিমানা আদায় করার নির্দেশ দিয়েছে।
জবাবে মেটা এক প্রতিক্রিয়ায় বলছে, রায়টি ত্রুটিপূর্ণ এবং অন্যায়ভাবে দেওয়ায় তারা হতাশ। হয়েছে। এতে করে অন্যান্য কোম্পানির জন্য একটি ভয়াবহ নজির সৃষ্টি হলো।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ ও চিফ লিগ্যাল অফিসার জেনিফার নিউস্টেড এক ব্লগ পোস্টে বলেন, জরিমানার এ আদেশটির বিরুদ্ধে তারা আপিল করবেন।
এর আগে ২০২১ সালে লুক্সেমবার্গে আমাজনকে ৭৪৬ মিলিয়ন ইউরো (৮০৭ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছিল।
নাগরিক অনলাইন ডেস্ক
২২ মে, ২০২৩, 11:16 PM
ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দায়ে ফেসবুকের স্বত্বাধিকারী মেটাকে এই জরিমানা করা হয়েছে যা ইউরোতে দাঁড়ায় রেকর্ড পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন। তথ্যটি জানিয়েছে আয়ারল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থা। আল জাজিরা
ইউরোপীয় ইউনিয়নের হয়ে কাজ করা আইরিশ ডাটা প্রোটেকশন কমিশন (ডিপিসি) সোমবার জানায়, ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ড (ইডিপিবি) মূলত এই প্রশাসনিক জরিমানা আদায় করার নির্দেশ দিয়েছে।
জবাবে মেটা এক প্রতিক্রিয়ায় বলছে, রায়টি ত্রুটিপূর্ণ এবং অন্যায়ভাবে দেওয়ায় তারা হতাশ। হয়েছে। এতে করে অন্যান্য কোম্পানির জন্য একটি ভয়াবহ নজির সৃষ্টি হলো।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ ও চিফ লিগ্যাল অফিসার জেনিফার নিউস্টেড এক ব্লগ পোস্টে বলেন, জরিমানার এ আদেশটির বিরুদ্ধে তারা আপিল করবেন।
এর আগে ২০২১ সালে লুক্সেমবার্গে আমাজনকে ৭৪৬ মিলিয়ন ইউরো (৮০৭ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছিল।