চৌহালীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাজেদুলের গণসংযোগ

#
news image

দ্বারাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম  মতবিনিময়  উঠান বৈঠক পথসভা ও গণসংযোগ প্রচারণায় নেমেছেন বেলকুচি  উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম সাজেদুল। 

শনিবার (১৩মে) দিনব্যাপী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের ফুলহারা, করিতলা, খাষকাউলিয়া,খাষপুকুরিয়া, বাঘুটিয়া ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি। সিরাজগঞ্জ-৫(বেলকুচি- চৌহালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন(নৌকা প্রতীক) প্রত্যাশী তিনি। তার সাথে প্রচার প্রচারণায় সফর সংম্গী ছিলেন  আওয়ামী লীগ  সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্তকরা। 

জানা যায়,শনিবার  দুপুরে  চৌহালী উপজেলা  থেকে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা  নিয়ে উপজেলার খাষকাউলিয়া, খাষপুকুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নে গণসংযোগে করেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। চৌহালী  প্রয়াত উপজেলা  আ’লীগ সভাপতি নওজেশ আলী মোল্যার  কবর জিয়ারত এবং গণসংযোগ ও খাষকাউলিয়া ইউনিয়ন  আ'লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম গনি মোল্যা, সহ সভাপতি মীয়ান বোরহান, আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব হযরত আলী মাষ্টার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,  খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, সভাপতি আবু দাউদ সরকার সহ গন্যমান্য ব্যক্তিদের সাথে  মতবিনিময়  করেন তিনি।

গনসংযোগকালে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান নুরুল ইসলাম সাজেদুল। 

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আ'লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ চৌধুরী সন্জু, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক রমজান প্রামাণিক, আইন বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট  মনিরুল  ইসলাম  মানিক, আ'লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন সিদ্দিকী ও আ'লীগের কার্য্যকরী সদস্য আবু মুছা ব্যাপারী, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম ডেভিড, কার্য্যকরী সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হায়দার মুন্না, সাবেক আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী
সহ সাধারণ মানুষ গণসংযোগে অংশ নেন। 

সিরাজগঞ্জ- ৫ আসনের এমপি প্রার্থী নুরুল  ইসলাম  সাজেদুল বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগনের কল্যাণের জন্যই আমার রাজনীতি। দীর্ঘদিন যাবত বেলকুচি উপজেলা চেয়ারম্যান  হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু কখনো কোন অন্যায় করিনি। দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি। নিজের কষ্টে উপার্জিত অর্থ মানুষের কল্যানে ব্যায় করি তাই আমার জন জুয়ার। আমি সারাজীবন জনগনের কল্যানে কাজ করতে চাই,জনগনের পাশে থেকে সরকারের উন্নয়ন মানুষের দৌড় গড়ায় পৌঁছে দিতেই আমার রাজনীতি।  দল আমাকে মনোনয়ন দিলে আমার বিজয় সুনিশ্চিত।  আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আমি। তাই দলীয় নেতাকর্মীদের নিয়ে আগাম প্রচার প্রচারণা ও গণসংযোগ করছি এবং  স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন কাজ করছি।

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ)

১৪ মে, ২০২৩,  9:52 PM

news image

দ্বারাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম  মতবিনিময়  উঠান বৈঠক পথসভা ও গণসংযোগ প্রচারণায় নেমেছেন বেলকুচি  উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম সাজেদুল। 

শনিবার (১৩মে) দিনব্যাপী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের ফুলহারা, করিতলা, খাষকাউলিয়া,খাষপুকুরিয়া, বাঘুটিয়া ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি। সিরাজগঞ্জ-৫(বেলকুচি- চৌহালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন(নৌকা প্রতীক) প্রত্যাশী তিনি। তার সাথে প্রচার প্রচারণায় সফর সংম্গী ছিলেন  আওয়ামী লীগ  সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্তকরা। 

জানা যায়,শনিবার  দুপুরে  চৌহালী উপজেলা  থেকে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা  নিয়ে উপজেলার খাষকাউলিয়া, খাষপুকুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নে গণসংযোগে করেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। চৌহালী  প্রয়াত উপজেলা  আ’লীগ সভাপতি নওজেশ আলী মোল্যার  কবর জিয়ারত এবং গণসংযোগ ও খাষকাউলিয়া ইউনিয়ন  আ'লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম গনি মোল্যা, সহ সভাপতি মীয়ান বোরহান, আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব হযরত আলী মাষ্টার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,  খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, সভাপতি আবু দাউদ সরকার সহ গন্যমান্য ব্যক্তিদের সাথে  মতবিনিময়  করেন তিনি।

গনসংযোগকালে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান নুরুল ইসলাম সাজেদুল। 

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আ'লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ চৌধুরী সন্জু, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক রমজান প্রামাণিক, আইন বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট  মনিরুল  ইসলাম  মানিক, আ'লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন সিদ্দিকী ও আ'লীগের কার্য্যকরী সদস্য আবু মুছা ব্যাপারী, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম ডেভিড, কার্য্যকরী সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হায়দার মুন্না, সাবেক আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী
সহ সাধারণ মানুষ গণসংযোগে অংশ নেন। 

সিরাজগঞ্জ- ৫ আসনের এমপি প্রার্থী নুরুল  ইসলাম  সাজেদুল বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগনের কল্যাণের জন্যই আমার রাজনীতি। দীর্ঘদিন যাবত বেলকুচি উপজেলা চেয়ারম্যান  হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু কখনো কোন অন্যায় করিনি। দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি। নিজের কষ্টে উপার্জিত অর্থ মানুষের কল্যানে ব্যায় করি তাই আমার জন জুয়ার। আমি সারাজীবন জনগনের কল্যানে কাজ করতে চাই,জনগনের পাশে থেকে সরকারের উন্নয়ন মানুষের দৌড় গড়ায় পৌঁছে দিতেই আমার রাজনীতি।  দল আমাকে মনোনয়ন দিলে আমার বিজয় সুনিশ্চিত।  আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আমি। তাই দলীয় নেতাকর্মীদের নিয়ে আগাম প্রচার প্রচারণা ও গণসংযোগ করছি এবং  স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন কাজ করছি।