রূপগঞ্জের ছাত্তার জুট মিলস মডেল হাই স্কুলের ৯৮ ব্যাচের মিলন মেলা

#
news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছাত্তার জুট মিলস মডেল হাই স্কুলের এসএসসি-৯৮ ব্যাচের মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে রবিবার রূপগঞ্জের পুর্বাচল জয়বাংলা চত্ত্বরে এ অনুষ্ঠান হয়।  

 ফুল দিয়ে বন্ধুদের বরণ করে মিলন মেলার আনুষ্ঠানিক  শুরু হয়। দীর্ঘদিন পর সকলে এক সঙ্গে হয়ে আনন্দ  উচ্ছ্বাসে মেতে উঠে সবাই। একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে অনেকেই। প্রতিবছরের ন্যায় এবারও সহপাঠীদের কাছে পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই পুরোনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন। বন্ধুদের উদ্যোগে অনুষ্ঠিত মিলন মেলায় মোঃ সারোয়ার, রাজু জুয়েল, খাইরুল বাসার সুমন, মোঃ আলমগীর হোসেন,  মাহাবুব, রুবেল আলামিন,  বদরুল,  নবী হোসেন, মোমেন, অহিদুল ইসলাম, মোঃ হিরু, রুবেল মোল্লা, মোক্তার হোসেন,  ফারুক ও সোহেল কবির অংশ নেয়। 

পরে প্রীতিভোজ শেষে রেফেলড্রয়ের পুরস্কার বিতরণীয় মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মঞ্জুর এলাহী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

১৪ মে, ২০২৩,  5:34 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছাত্তার জুট মিলস মডেল হাই স্কুলের এসএসসি-৯৮ ব্যাচের মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে রবিবার রূপগঞ্জের পুর্বাচল জয়বাংলা চত্ত্বরে এ অনুষ্ঠান হয়।  

 ফুল দিয়ে বন্ধুদের বরণ করে মিলন মেলার আনুষ্ঠানিক  শুরু হয়। দীর্ঘদিন পর সকলে এক সঙ্গে হয়ে আনন্দ  উচ্ছ্বাসে মেতে উঠে সবাই। একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে অনেকেই। প্রতিবছরের ন্যায় এবারও সহপাঠীদের কাছে পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই পুরোনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন। বন্ধুদের উদ্যোগে অনুষ্ঠিত মিলন মেলায় মোঃ সারোয়ার, রাজু জুয়েল, খাইরুল বাসার সুমন, মোঃ আলমগীর হোসেন,  মাহাবুব, রুবেল আলামিন,  বদরুল,  নবী হোসেন, মোমেন, অহিদুল ইসলাম, মোঃ হিরু, রুবেল মোল্লা, মোক্তার হোসেন,  ফারুক ও সোহেল কবির অংশ নেয়। 

পরে প্রীতিভোজ শেষে রেফেলড্রয়ের পুরস্কার বিতরণীয় মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।