আজাকসিওকে ৫-০ গোলে হারালো পিএসজি

#
news image

প্রতিপক্ষ আজাকসিওকে গোলবন্যায় ভাসালো পিএসজি। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য বিস্তার করলো তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসি তেমন কিছু করে দেখাতে না পারলেও জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। আজাকসিওকে উড়িয়ে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার আরও কাছে চলে গেল প্যারিসের দলটি। - গোল ডটকম

শনিবার রাতে লিগ ম্যাচটি ৫-০ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল। শেষ দিকে একজন কম নিয়ে খেলেছে দুই দলই। জোড়া গোল করেন এমবাপ্পে। ফাবিয়ান রুইস ও আশরাফ হাকিমি করেন একটি করে গোল। অন্যটি আত্মঘাতী।

এই জয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল পিএসজি। ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৩ ড্রয়ে তাদের ৮১ পয়েন্ট। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লঁস।

গত মাসের শেষ দিকে লিগ ওয়ানে লরিয়ঁর বিপক্ষে দলের হারের পরদিন স্বপরিবারে সৌদি আরবে উড়াল দেন মেসি। ক্লাবের অনুমতি না নিয়ে ওই সফরে যাওয়ায় প্রাথমিকভাবে তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি। পরে ক্ষমা চান আর্জেন্টাইন মহাতারকা। গত সোমবার তার অনুশীলনে ফেরার কথা জানায় পিএসজি। এবার তিনি নেমে গেলেন ম্যাচে। এদিন অবশ্য দুয়োও শুনতে হয় তাকে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৪ মে, ২০২৩,  9:07 AM

news image

প্রতিপক্ষ আজাকসিওকে গোলবন্যায় ভাসালো পিএসজি। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য বিস্তার করলো তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসি তেমন কিছু করে দেখাতে না পারলেও জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। আজাকসিওকে উড়িয়ে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার আরও কাছে চলে গেল প্যারিসের দলটি। - গোল ডটকম

শনিবার রাতে লিগ ম্যাচটি ৫-০ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল। শেষ দিকে একজন কম নিয়ে খেলেছে দুই দলই। জোড়া গোল করেন এমবাপ্পে। ফাবিয়ান রুইস ও আশরাফ হাকিমি করেন একটি করে গোল। অন্যটি আত্মঘাতী।

এই জয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল পিএসজি। ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৩ ড্রয়ে তাদের ৮১ পয়েন্ট। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লঁস।

গত মাসের শেষ দিকে লিগ ওয়ানে লরিয়ঁর বিপক্ষে দলের হারের পরদিন স্বপরিবারে সৌদি আরবে উড়াল দেন মেসি। ক্লাবের অনুমতি না নিয়ে ওই সফরে যাওয়ায় প্রাথমিকভাবে তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি। পরে ক্ষমা চান আর্জেন্টাইন মহাতারকা। গত সোমবার তার অনুশীলনে ফেরার কথা জানায় পিএসজি। এবার তিনি নেমে গেলেন ম্যাচে। এদিন অবশ্য দুয়োও শুনতে হয় তাকে।