বাতিল হতে পারে এশিয়া কাপ, ক্ষতিপূরণ চাইবে পাকিস্তান
নাগরিক স্পোর্টস ডেস্ক
১০ মে, ২০২৩, 4:48 PM
বাতিল হতে পারে এশিয়া কাপ, ক্ষতিপূরণ চাইবে পাকিস্তান
এবারের এশিয়া কাপ ক্রিকেট বাতিল হবার সম্ভাবনা প্রবল। এই আসর পাকিস্তানে হওয়ার কোনও সম্ভাবনাই নেই। বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হচ্ছিল বাংলাদেশ বা শ্রীলঙ্কার কথা। দুই বোর্ডই আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সেটা হওয়ারও সম্ভাবনা কম। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হাতে আর মাত্র এক দিন সময়। সিদ্ধান্তে না পৌঁছতে পারলে বাতিল হয়ে যেতে পারে এবারের এশিয়া কাপ।
সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে দুবাইতে রয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। ভারত বরাবরের মতো এবারও পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয়, পাকিস্তানও নিরপেক্ষ ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজনে রাজি নয়। দু’পক্ষের এই অনড় অবস্থানের কারণে এবারের এশিয়া কাপ বাতিল হয়ে যেতে পারে। - আজকাল
এশিয়া কাপের চলমান এই ইস্যুটি নিয়ে পিসিবি ‘হাইব্রিড এশিয়া কাপ’ মডেলের একটি প্রস্তাব দিয়েছিলো। যেখানে বলা হয়েছিল, এশিয়া কাপের সব ম্যাচ পাকিস্তানেই হবে, শুধু ভারতের ম্যাচগুলো অন্য কোনও দেশে অনুষ্ঠিত হবে। সম্প্রচার সংস্থা নাকি এই প্রস্তাবে রাজি হয়নি। পরবর্তী সময়ে ভারতও আর এগোয়নি।
ক্রিকেটের ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’ জানায়, এশিয়া কাপ বাতিল হলে এসিসির কাছে ক্ষতিপূরণের বিষয়ে ফয়সালা করতে নাকি দুবাই গিয়েছেন নাজাম শেঠি। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। পিসিবির যুক্তি, যদি ভারতের কথা মতো তারা এবারও নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ করতে রাজি হয়, তাহলে পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও তাদের হাত থেকে চলে যেতে পারে।
নাজাম শেঠি স্থানীয় মিডিয়ায় সেই শঙ্কার কথাও জানিয়েছেন। তিনি বলেন, ভারতীয় বোর্ড বলছে, তাদের সরকার পাকিস্তানে দল পাঠাতে অনুমতি দেবে না। যদি তেমনই কিছু হয়, তাহলে পাকিস্তান সরকারও বিশ্বকাপে হয়তো ভারতে পাকিস্তান দল পাঠাতে দেবে না।
নাগরিক স্পোর্টস ডেস্ক
১০ মে, ২০২৩, 4:48 PM
এবারের এশিয়া কাপ ক্রিকেট বাতিল হবার সম্ভাবনা প্রবল। এই আসর পাকিস্তানে হওয়ার কোনও সম্ভাবনাই নেই। বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হচ্ছিল বাংলাদেশ বা শ্রীলঙ্কার কথা। দুই বোর্ডই আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সেটা হওয়ারও সম্ভাবনা কম। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হাতে আর মাত্র এক দিন সময়। সিদ্ধান্তে না পৌঁছতে পারলে বাতিল হয়ে যেতে পারে এবারের এশিয়া কাপ।
সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে দুবাইতে রয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। ভারত বরাবরের মতো এবারও পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয়, পাকিস্তানও নিরপেক্ষ ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজনে রাজি নয়। দু’পক্ষের এই অনড় অবস্থানের কারণে এবারের এশিয়া কাপ বাতিল হয়ে যেতে পারে। - আজকাল
এশিয়া কাপের চলমান এই ইস্যুটি নিয়ে পিসিবি ‘হাইব্রিড এশিয়া কাপ’ মডেলের একটি প্রস্তাব দিয়েছিলো। যেখানে বলা হয়েছিল, এশিয়া কাপের সব ম্যাচ পাকিস্তানেই হবে, শুধু ভারতের ম্যাচগুলো অন্য কোনও দেশে অনুষ্ঠিত হবে। সম্প্রচার সংস্থা নাকি এই প্রস্তাবে রাজি হয়নি। পরবর্তী সময়ে ভারতও আর এগোয়নি।
ক্রিকেটের ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’ জানায়, এশিয়া কাপ বাতিল হলে এসিসির কাছে ক্ষতিপূরণের বিষয়ে ফয়সালা করতে নাকি দুবাই গিয়েছেন নাজাম শেঠি। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। পিসিবির যুক্তি, যদি ভারতের কথা মতো তারা এবারও নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ করতে রাজি হয়, তাহলে পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও তাদের হাত থেকে চলে যেতে পারে।
নাজাম শেঠি স্থানীয় মিডিয়ায় সেই শঙ্কার কথাও জানিয়েছেন। তিনি বলেন, ভারতীয় বোর্ড বলছে, তাদের সরকার পাকিস্তানে দল পাঠাতে অনুমতি দেবে না। যদি তেমনই কিছু হয়, তাহলে পাকিস্তান সরকারও বিশ্বকাপে হয়তো ভারতে পাকিস্তান দল পাঠাতে দেবে না।