বেতাগীতে ফেসবুকে নারীর আপত্তিকর ছবি ছড়ানোর অপরাধে যুবক কারাগারে

#
news image

বরগুনা বেতাগীতে নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানোর (পর্ণোগ্রাফি আইন ২০১২) অপরাধে মো. রিমন ফকির (২১) নামে এক যুবক কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৮ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিমন ফকির বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিন হোসনাবাদ গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।

এর আগে ভুক্তভোগী নারীর পরিবার রবিবার (৭ মে) রিমনের বিরুদ্ধে বেতাগী থানায় নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অপরাধে রিমনকে গতকাল রাত ১-৩০ঘটিকায় গ্রেপ্তার করে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৩,  10:10 PM

news image
রিমন ফকির

বরগুনা বেতাগীতে নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানোর (পর্ণোগ্রাফি আইন ২০১২) অপরাধে মো. রিমন ফকির (২১) নামে এক যুবক কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৮ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিমন ফকির বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিন হোসনাবাদ গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।

এর আগে ভুক্তভোগী নারীর পরিবার রবিবার (৭ মে) রিমনের বিরুদ্ধে বেতাগী থানায় নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অপরাধে রিমনকে গতকাল রাত ১-৩০ঘটিকায় গ্রেপ্তার করে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।