করোনায় আক্রান্ত ‘চিফ হিট অফিসার’ বুশরা

#
news image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য বেসরকারি সংস্থার নিয়োগ দেওয়া চিফ হিট অফিসার বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার পরীক্ষার পর তার করানো শনাক্ত হয়।

তার ফুফাতো ভাই তৌফিক জানান, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। বাসাতেই চিকিৎসা চলছে তার।

গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের পক্ষ থেকে বুশরাকে উত্তর সিটির জন্য চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। বেসরকারি এ সংস্থার সঙ্গে ঢাকা উত্তর সিটির একটি চুক্তির অধীনে তিনি কাজ করবেন।  

জানা গেছে, এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে তিনিই প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।

নাগরিক প্রতিবেদক

০৬ মে, ২০২৩,  3:48 PM

news image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য বেসরকারি সংস্থার নিয়োগ দেওয়া চিফ হিট অফিসার বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার পরীক্ষার পর তার করানো শনাক্ত হয়।

তার ফুফাতো ভাই তৌফিক জানান, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। বাসাতেই চিকিৎসা চলছে তার।

গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের পক্ষ থেকে বুশরাকে উত্তর সিটির জন্য চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। বেসরকারি এ সংস্থার সঙ্গে ঢাকা উত্তর সিটির একটি চুক্তির অধীনে তিনি কাজ করবেন।  

জানা গেছে, এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে তিনিই প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।