পিএসজিকে ‘ছোট ক্লাব’ দাবি করা পোস্টে লাইক দিয়ে উত্তাপ বাড়ালেন নেইমার
নাগরিক স্পোর্টস ডেস্ক
০৪ মে, ২০২৩, 10:33 PM
পিএসজিকে ‘ছোট ক্লাব’ দাবি করা পোস্টে লাইক দিয়ে উত্তাপ বাড়ালেন নেইমার
ফ্রান্সের ঘরোয়া ফুটবল আসর ‘লিগ ওয়ান’ শেষ হচ্ছে আগামী জুনে। এবছর মাঠের বাইরে বাজে সময় পার করছে ফরাসি ক্লাব পিএসজি। মেসির সৌদি আরব সফরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে ফরাসি ক্লাবটি। তারকা ফুটবলারকে নিষিদ্ধ করার পাশাপাশি নতুন করে চুক্তি নবায়ন না করারও সিদ্ধান্ত নিয়েছে। মেসির পর এবার আলোচনায় নেইমার। ক্লাবটির এক দল সমর্থক নেইমারের বাসার সামনে গিয়ে তাকে ক্লাব ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। গোল ডটকম
এবার ব্রাজিলিয়ান তারকা নেইমার সেই উত্তাপে যোগ দিয়েছেন। ‘অফউইক্লিয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে নেইমারের বাড়ির সামনে পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠীর ‘পিএসজি আলট্রা’ বিক্ষোভের ভিডিও নিয়ে একটি রিল পোস্ট করেছে। সেই পোস্টের ক্যাপশনে পিএসজিকে ছোট ক্লাব আখ্যায়িত করা হয়েছে। আর নেইমার সেই রিলে লাইক দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। শুধু নেইমারই যে লাইক দিয়েছেন এমন নয়। সেখানে লাইক দিয়ে পেজটিকে ফলো করেছেন বিশ্বকাপজয়ী আরেক ব্রাজিলিয়ান রিভালদোও। - চ্যানেল২৪
‘অফউইক্লিয়ার’ নামের ইনস্টাগ্রাম পেজে ক্যাপশনে লেখা হয়, এটাই হচ্ছে বড় দল হওয়া আর বড় দল হয়ে থাকার মধ্যে পার্থক্য। পিএসজির অভাব এটিই। পিএসজির সমর্থকদের মধ্যে এই বড় দলের সমর্থক-সংক্রান্ত ব্যাপারগুলোরই অভাব। ঐতিহ্য থাকাটা ঐচ্ছিক কোনো বিষয় নয়। বড় দল হিসেবে গড়ে উঠতে এটা (ঐতিহ্য) তৈরির চেষ্টাটা জরুরি। বড় দল হিসেবে আচরণটাও হওয়া উচিত তেমনই। পিএসজি একটা ছোট দল।
নাগরিক স্পোর্টস ডেস্ক
০৪ মে, ২০২৩, 10:33 PM
ফ্রান্সের ঘরোয়া ফুটবল আসর ‘লিগ ওয়ান’ শেষ হচ্ছে আগামী জুনে। এবছর মাঠের বাইরে বাজে সময় পার করছে ফরাসি ক্লাব পিএসজি। মেসির সৌদি আরব সফরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে ফরাসি ক্লাবটি। তারকা ফুটবলারকে নিষিদ্ধ করার পাশাপাশি নতুন করে চুক্তি নবায়ন না করারও সিদ্ধান্ত নিয়েছে। মেসির পর এবার আলোচনায় নেইমার। ক্লাবটির এক দল সমর্থক নেইমারের বাসার সামনে গিয়ে তাকে ক্লাব ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। গোল ডটকম
এবার ব্রাজিলিয়ান তারকা নেইমার সেই উত্তাপে যোগ দিয়েছেন। ‘অফউইক্লিয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে নেইমারের বাড়ির সামনে পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠীর ‘পিএসজি আলট্রা’ বিক্ষোভের ভিডিও নিয়ে একটি রিল পোস্ট করেছে। সেই পোস্টের ক্যাপশনে পিএসজিকে ছোট ক্লাব আখ্যায়িত করা হয়েছে। আর নেইমার সেই রিলে লাইক দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। শুধু নেইমারই যে লাইক দিয়েছেন এমন নয়। সেখানে লাইক দিয়ে পেজটিকে ফলো করেছেন বিশ্বকাপজয়ী আরেক ব্রাজিলিয়ান রিভালদোও। - চ্যানেল২৪
‘অফউইক্লিয়ার’ নামের ইনস্টাগ্রাম পেজে ক্যাপশনে লেখা হয়, এটাই হচ্ছে বড় দল হওয়া আর বড় দল হয়ে থাকার মধ্যে পার্থক্য। পিএসজির অভাব এটিই। পিএসজির সমর্থকদের মধ্যে এই বড় দলের সমর্থক-সংক্রান্ত ব্যাপারগুলোরই অভাব। ঐতিহ্য থাকাটা ঐচ্ছিক কোনো বিষয় নয়। বড় দল হিসেবে গড়ে উঠতে এটা (ঐতিহ্য) তৈরির চেষ্টাটা জরুরি। বড় দল হিসেবে আচরণটাও হওয়া উচিত তেমনই। পিএসজি একটা ছোট দল।