শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

#
news image

ফরিদপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের দায়ে লিটন মাতুব্বর (২২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

(৩ মে) বুধবার দুপুর দেড়টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিুজুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ওই শিশুর মা বাজারে চায়ের দোকানে পানি সরবরাহ করেন। এজন্য তাকে বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকতে হয়। এর সুবাধে শিশুটি বেশিরভাগ সময় বাড়িতে একা থাকে। এ সুযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের রাশেদ মাতুব্বরে ছেলে আসামি লিটন মাতুব্বর শিশুটির বাড়িতে যাতায়াত করেন। একপর্যায়ে নানা প্রলোভনে শিশুটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন তিনি। 

২০১৭ সালের ১০ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে ওই শিশুর মা বাড়িতে না থাকায় লিটন বাড়িতে প্রবেশ করে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয় লিটন।

দুই মাস পর শিশুটি তার মায়ের কাছে সব কথা খুলে বললে তাকে স্বজনরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেই সঙ্গে শিশুটির মা কয়েক দফা সালিশ বৈঠকও করেন। তবে ওইসব সালিশের রায় মানেনি লিটন। পরে ২৪ মার্চ ওই শিশুর চাচা লিটন মাতুব্বরকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পরদিন ২৫ মার্চ শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনাটি তদন্ত করে ২০১৭ সালের সালের ১৫ ডিসেম্বর ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার মণ্ডল আদালতে অভিযোগপত্র জমা দেন।

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি স্বপন পাল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি লিটন মাতুব্বরকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করা হয়।

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর)

০৩ মে, ২০২৩,  6:51 PM

news image

ফরিদপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের দায়ে লিটন মাতুব্বর (২২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

(৩ মে) বুধবার দুপুর দেড়টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিুজুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ওই শিশুর মা বাজারে চায়ের দোকানে পানি সরবরাহ করেন। এজন্য তাকে বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকতে হয়। এর সুবাধে শিশুটি বেশিরভাগ সময় বাড়িতে একা থাকে। এ সুযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের রাশেদ মাতুব্বরে ছেলে আসামি লিটন মাতুব্বর শিশুটির বাড়িতে যাতায়াত করেন। একপর্যায়ে নানা প্রলোভনে শিশুটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন তিনি। 

২০১৭ সালের ১০ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে ওই শিশুর মা বাড়িতে না থাকায় লিটন বাড়িতে প্রবেশ করে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয় লিটন।

দুই মাস পর শিশুটি তার মায়ের কাছে সব কথা খুলে বললে তাকে স্বজনরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেই সঙ্গে শিশুটির মা কয়েক দফা সালিশ বৈঠকও করেন। তবে ওইসব সালিশের রায় মানেনি লিটন। পরে ২৪ মার্চ ওই শিশুর চাচা লিটন মাতুব্বরকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পরদিন ২৫ মার্চ শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনাটি তদন্ত করে ২০১৭ সালের সালের ১৫ ডিসেম্বর ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার মণ্ডল আদালতে অভিযোগপত্র জমা দেন।

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি স্বপন পাল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি লিটন মাতুব্বরকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করা হয়।