মাঠে বির্তকে জড়ানোয় শাস্তি পেলেন গাম্ভাীর ও কোহলি

#
news image

সবশেষ কলকাতা নাইট রাইড্রার্সে হয়ে আইপিএলে মাঠ মাতিয়েছেন গৌতম গম্ভীর। দুইটি ট্রফিও জিতেছেন। এদিকে আইপিএলের ১৫টি আসরে তারকা বহুল দল তৈরি করেও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু। কোহলি- গম্ভীরের লড়াই অনেক পুরোনো ইতিহাস। ২০১৩ আইপিএলে কোহলির সঙ্গে বির্তকে জড়িয়ে জাতীয় দলের জায়গা হারিয়েছিলেন গাম্ভীর। 

৯৭ রান করে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের নায়ককে সেই সময় কোহলির দুর্দ্বান্ত ফরমের কাছে ছোট করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলতি আইপিএলে আবারো আলোচনায় বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নাবিন উল হকের সঙ্গে তর্কে জড়ালেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। সঙ্গে তর্কে জড়ান গৌতম গম্ভীরের সঙ্গে। শাস্তি হিসেবে দুইজনকেই জরিমানা করেছে বিসিসিআই। আনন্দবাজার

আইপিএল কোড অব কন্ডাক্টের লেভেল-২ এর নিয়ম ভঙ্গ করে এই শাস্তি পেয়েছেন কোহলি। একইসঙ্গে জরিমানা গুণতে হচ্ছে নাভিন উল হককেও। এই আফগান পেসার লেভেল-১ এর অপরাধ করায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সোমবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল লক্ষ্ণৌ এবং বেঙ্গালুরু। সেই ম্যাচ শেষে কোহলি, গম্ভীরদের তর্ককে ভালো চোখে দেখেননি আইপিএল কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে বলা হয়, আইপিএলের নিয়ম ভেঙেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। তার ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। গম্ভীর সেই শাস্তি মেনে নিয়েছেন। বিরাট কোহলিও আইপিএলের নিয়ম ভেঙেছেন। তারও ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। 

বিরাটও সেই শাস্তি মেনে নিয়েছেন। আফগানিস্তানের পেসার নাভিনও শাস্তি পেয়েছেন। তার ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ।

এর আগে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ইনিংস চলাকালীন নাভিন উল হক আউট হলে উল্লাসে ফেটে পড়েন কোহলি। নিজের টুপি খুলে ছুঁড়ে মারেন মাটিতে। এতেই বিবাদের সূত্রপাত। তবে যার প্রভাব পড়ে ম্যাচের শেষে হাত মেলানোর সময়। সেসময় কোহলিকে কিছু একটা বলেন আফগান ক্রিকেটার। আর এতেই রেগে যান ভারতীয় এই সাবেক অধিনায়ক। তখন ছুটে আসেন গৌতম গম্ভীরও। তর্কাতর্কি ছলে বেশ কিছুক্ষণ।  

পরিস্থিতি যখন খারাপের দিকে তখন দুই দলের বাকি ক্রিকেটার ও স্টাফরা এসে থামানোর চেষ্টা করেন। পরবর্তীতে অবশ্য পরিস্থিতি ঠিক হয়। কোহলিকে টেনে নিয়ে যান বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। আর গম্ভীরকে শান্ত করেন লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল। 

নাগরিক স্পোর্টস ডেস্ক

০২ মে, ২০২৩,  2:48 PM

news image

সবশেষ কলকাতা নাইট রাইড্রার্সে হয়ে আইপিএলে মাঠ মাতিয়েছেন গৌতম গম্ভীর। দুইটি ট্রফিও জিতেছেন। এদিকে আইপিএলের ১৫টি আসরে তারকা বহুল দল তৈরি করেও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু। কোহলি- গম্ভীরের লড়াই অনেক পুরোনো ইতিহাস। ২০১৩ আইপিএলে কোহলির সঙ্গে বির্তকে জড়িয়ে জাতীয় দলের জায়গা হারিয়েছিলেন গাম্ভীর। 

৯৭ রান করে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের নায়ককে সেই সময় কোহলির দুর্দ্বান্ত ফরমের কাছে ছোট করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলতি আইপিএলে আবারো আলোচনায় বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নাবিন উল হকের সঙ্গে তর্কে জড়ালেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। সঙ্গে তর্কে জড়ান গৌতম গম্ভীরের সঙ্গে। শাস্তি হিসেবে দুইজনকেই জরিমানা করেছে বিসিসিআই। আনন্দবাজার

আইপিএল কোড অব কন্ডাক্টের লেভেল-২ এর নিয়ম ভঙ্গ করে এই শাস্তি পেয়েছেন কোহলি। একইসঙ্গে জরিমানা গুণতে হচ্ছে নাভিন উল হককেও। এই আফগান পেসার লেভেল-১ এর অপরাধ করায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সোমবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল লক্ষ্ণৌ এবং বেঙ্গালুরু। সেই ম্যাচ শেষে কোহলি, গম্ভীরদের তর্ককে ভালো চোখে দেখেননি আইপিএল কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে বলা হয়, আইপিএলের নিয়ম ভেঙেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। তার ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। গম্ভীর সেই শাস্তি মেনে নিয়েছেন। বিরাট কোহলিও আইপিএলের নিয়ম ভেঙেছেন। তারও ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। 

বিরাটও সেই শাস্তি মেনে নিয়েছেন। আফগানিস্তানের পেসার নাভিনও শাস্তি পেয়েছেন। তার ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ।

এর আগে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ইনিংস চলাকালীন নাভিন উল হক আউট হলে উল্লাসে ফেটে পড়েন কোহলি। নিজের টুপি খুলে ছুঁড়ে মারেন মাটিতে। এতেই বিবাদের সূত্রপাত। তবে যার প্রভাব পড়ে ম্যাচের শেষে হাত মেলানোর সময়। সেসময় কোহলিকে কিছু একটা বলেন আফগান ক্রিকেটার। আর এতেই রেগে যান ভারতীয় এই সাবেক অধিনায়ক। তখন ছুটে আসেন গৌতম গম্ভীরও। তর্কাতর্কি ছলে বেশ কিছুক্ষণ।  

পরিস্থিতি যখন খারাপের দিকে তখন দুই দলের বাকি ক্রিকেটার ও স্টাফরা এসে থামানোর চেষ্টা করেন। পরবর্তীতে অবশ্য পরিস্থিতি ঠিক হয়। কোহলিকে টেনে নিয়ে যান বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। আর গম্ভীরকে শান্ত করেন লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল।