গুগল ছাড়লেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের আবিষ্কর্তা হিনটন

#
news image

চ্যাটবটের গড ফাদার হিসেবে পরিচিত ৭৫ বছর বয়সী জিওফ্রে হিনটন ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে এমনই এক সতর্কতা জানালেন বিশ্ববাসীকে। নিউ ইয়র্ক টাইমসকে তিনি জানান, এআই চ্যাটবট খুবই ভীতিকর এক পরিস্থিতির দিকে বিশ্ব বাসীকে নিয়ে যাচ্ছে। যদিও বর্তমানে এটি মানব মস্তিষ্কের চেয়ে অধিক বুদ্ধিসম্পন্ন না হলেও সামনের সময়ে এটি অধিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে যাচ্ছে।

গুগল ছাড়ার বিষয়ে তিনি তার বয়স সীমাকে উল্লেখ করে বলেন, অনেক বয়স হলো। এবারে অবসরে যাওয়া বেশি প্রয়োজন। বিবিসি 

গতকাল সোমবার (১ মে) এক টুইট বার্তায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এক দশক ধরে গুগলে কর্মরত ছিলেন হিনটন। এর আগে নিউরাল নেটওয়ার্কের উপর গবেষণা করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটবট আবিষ্কারের পথ তৈরি করেছিলেন ডক্টর হিনটন। এ বিষয়ে তিনি বলেন, জিপিটি-৪ এর বর্তমান কর্মক্ষমতা এতটাই দ্রুততার সঙ্গে  প্রসারিত হতে যাচ্ছে যা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। 

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হিনটন বলেছেন-আমি এটি আবিষ্কার না করলেও নিশ্চিত করে বলছি অন্য কেউ না কেউ তা আবিষ্কার করত। 

এদিকে গুগলের প্রধান বিজ্ঞানী জেফ ডিন জানান, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ভিত্তি স্থাপন হিনটনই করেছিলেন। গুগলে এক দশক কাজের ফসল তার এই আবিষ্কার। সিএনএন 

এরইমধ্যে চ্যাট জিপিটির মত একই রকমের আরেকটি প্ল্যাটফর্ম তৈরিতে আইবিএম, আমাজন, বাইডু, টেনসেন্টের মত বিশাল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও কাজ শুরু করেছে।  

এর আগে মার্চে বিশ্বজোড়া প্রযুক্তিবিদেরা এক চিঠিতে ঐকমত্যে পৌঁছেছিলেন যে অন্তত আগামী ছয় মাস মানব স্বার্থের হুমকি বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার এই সফটওয়্যারটির কার্যক্রম স্থগিত রাখা হোক। পরে চিঠিটি ইলন মাস্কের ফিউচার অব লাইফ ইনস্টিটিউটে প্রকাশিতও হয়েছিল। অথচ ঠিক এর দুসপ্তাহ পরেই ওপেন এআই আরো শক্তিশালী ভার্সন জিপিটি-৪ এর ঘোষণা দেয়। 

এদিকে গুগল ছাড়ার আগেও হিনটন জনপ্রকাশ্যে বলেছিলেন আর্টিফিসিয়াল ইন্টেললিজেন্স মানব সভ্যতার জন্য যেমন ভাল কিছু বয়ে আনতে পারে অনুরূপ ক্ষতির পরিমাণও এটি থেকে কম হবে না। 

সিএনবিসিকে এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি মনে করি ডিজিটাল এই বুদ্ধিমত্তার প্ল্যাটফর্মটি অবশ্যই জৈব বুদ্ধি বৃত্তির চেয়ে সম্পুর্ণ ব্যাতিক্রম। এর আগে ২০১৮ সালে হিনটন ব্যাতিক্রম প্রযুক্তিগত আবিষ্কারের জন্য টুরিং এওয়ার্ড পেয়েছিলেন। সিএনবিসি

অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গত মাসে প্রকাশ্যে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিকাই বলেছিলেন, আমরা ভাবতেও পারছিনা সামনের সময়গুলোতে কি হতে যাচ্ছে আমাদের সঙ্গে। 

হিনটন সম্প্রতি প্রতিষ্ঠানটি হতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করলেন। এর আগে ২০১২ সালে গুগল হিনটন ও তার দুই ছাত্রের সঙ্গে একটি প্রতিষ্ঠান তৈরির জন্য ৪৪ মিলিয়ন ডলার ব্যয় করেছিল।   

উল্লেখ্য, হিনটন ৪৫ বছর আগে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপর পিএইচডি ডিগ্রী লাভ করেন। এই সেক্টরে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রযুক্তিবিদ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। 

নাগরিক অনলাইন ডেস্ক

০২ মে, ২০২৩,  2:39 PM

news image

চ্যাটবটের গড ফাদার হিসেবে পরিচিত ৭৫ বছর বয়সী জিওফ্রে হিনটন ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে এমনই এক সতর্কতা জানালেন বিশ্ববাসীকে। নিউ ইয়র্ক টাইমসকে তিনি জানান, এআই চ্যাটবট খুবই ভীতিকর এক পরিস্থিতির দিকে বিশ্ব বাসীকে নিয়ে যাচ্ছে। যদিও বর্তমানে এটি মানব মস্তিষ্কের চেয়ে অধিক বুদ্ধিসম্পন্ন না হলেও সামনের সময়ে এটি অধিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে যাচ্ছে।

গুগল ছাড়ার বিষয়ে তিনি তার বয়স সীমাকে উল্লেখ করে বলেন, অনেক বয়স হলো। এবারে অবসরে যাওয়া বেশি প্রয়োজন। বিবিসি 

গতকাল সোমবার (১ মে) এক টুইট বার্তায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এক দশক ধরে গুগলে কর্মরত ছিলেন হিনটন। এর আগে নিউরাল নেটওয়ার্কের উপর গবেষণা করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটবট আবিষ্কারের পথ তৈরি করেছিলেন ডক্টর হিনটন। এ বিষয়ে তিনি বলেন, জিপিটি-৪ এর বর্তমান কর্মক্ষমতা এতটাই দ্রুততার সঙ্গে  প্রসারিত হতে যাচ্ছে যা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। 

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হিনটন বলেছেন-আমি এটি আবিষ্কার না করলেও নিশ্চিত করে বলছি অন্য কেউ না কেউ তা আবিষ্কার করত। 

এদিকে গুগলের প্রধান বিজ্ঞানী জেফ ডিন জানান, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ভিত্তি স্থাপন হিনটনই করেছিলেন। গুগলে এক দশক কাজের ফসল তার এই আবিষ্কার। সিএনএন 

এরইমধ্যে চ্যাট জিপিটির মত একই রকমের আরেকটি প্ল্যাটফর্ম তৈরিতে আইবিএম, আমাজন, বাইডু, টেনসেন্টের মত বিশাল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও কাজ শুরু করেছে।  

এর আগে মার্চে বিশ্বজোড়া প্রযুক্তিবিদেরা এক চিঠিতে ঐকমত্যে পৌঁছেছিলেন যে অন্তত আগামী ছয় মাস মানব স্বার্থের হুমকি বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার এই সফটওয়্যারটির কার্যক্রম স্থগিত রাখা হোক। পরে চিঠিটি ইলন মাস্কের ফিউচার অব লাইফ ইনস্টিটিউটে প্রকাশিতও হয়েছিল। অথচ ঠিক এর দুসপ্তাহ পরেই ওপেন এআই আরো শক্তিশালী ভার্সন জিপিটি-৪ এর ঘোষণা দেয়। 

এদিকে গুগল ছাড়ার আগেও হিনটন জনপ্রকাশ্যে বলেছিলেন আর্টিফিসিয়াল ইন্টেললিজেন্স মানব সভ্যতার জন্য যেমন ভাল কিছু বয়ে আনতে পারে অনুরূপ ক্ষতির পরিমাণও এটি থেকে কম হবে না। 

সিএনবিসিকে এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি মনে করি ডিজিটাল এই বুদ্ধিমত্তার প্ল্যাটফর্মটি অবশ্যই জৈব বুদ্ধি বৃত্তির চেয়ে সম্পুর্ণ ব্যাতিক্রম। এর আগে ২০১৮ সালে হিনটন ব্যাতিক্রম প্রযুক্তিগত আবিষ্কারের জন্য টুরিং এওয়ার্ড পেয়েছিলেন। সিএনবিসি

অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গত মাসে প্রকাশ্যে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিকাই বলেছিলেন, আমরা ভাবতেও পারছিনা সামনের সময়গুলোতে কি হতে যাচ্ছে আমাদের সঙ্গে। 

হিনটন সম্প্রতি প্রতিষ্ঠানটি হতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করলেন। এর আগে ২০১২ সালে গুগল হিনটন ও তার দুই ছাত্রের সঙ্গে একটি প্রতিষ্ঠান তৈরির জন্য ৪৪ মিলিয়ন ডলার ব্যয় করেছিল।   

উল্লেখ্য, হিনটন ৪৫ বছর আগে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপর পিএইচডি ডিগ্রী লাভ করেন। এই সেক্টরে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রযুক্তিবিদ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।