রূপগঞ্জে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত 

#
news image

নারায়ণগেঞ্জর  রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক অন্যরকম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ এপ্রিল মঙ্গলবার উপজেলার হাটাবো পারটেক্স বালুর মাঠ সংলগ্ন মাঠে এ খেলা হয়।

ফ্রেন্ডস অন ফায়ার ২০০৯ এর ব্যাচ এক প্রীতি ক্রিকেট ম্যাচে প্রথম পুরস্কার হিসেবে  বিশেষ আকর্ষণ ছিল  এক বিশাল বড় খাসি। খেলায় অংশ নেয় রয়েল ইলেভেন এবং স্টার ইলেভেন  দুটি দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ কাজী নাঈম। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুটি দলে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

লড়াইয়ে  বিজয়ী হয় রয়েল ইলেভেন। প্রথমে ব্যাট করতে নামে রয়েল  ইলেভেন, তারা সংগ্রহ করে ১৭৫ রান  জবাবে স্টার  ইলেভেন ১১২ রান করে অল উইকেট হারায়।  বিজয়ীদের হাতে বিশেষ আকর্ষণ খাসি তুলে দেওয়া হয়। এরকম আনন্দময় খেলা দেখে মুগ্ধ হয় গ্রামবাসী। তারা জানায় ভবিষ্যতে এরকম আরো ভিন্নধর্মী খেলার আয়োজন করা হোক। তাহলে আমাদের যুবসমাজ মাদকের হাত থেকে রক্ষা পাবে এবং ক্রীড়া মনোযোগী হবে।

মঞ্জুর এলাহী রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

২৫ এপ্রিল, ২০২৩,  6:59 PM

news image

নারায়ণগেঞ্জর  রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক অন্যরকম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ এপ্রিল মঙ্গলবার উপজেলার হাটাবো পারটেক্স বালুর মাঠ সংলগ্ন মাঠে এ খেলা হয়।

ফ্রেন্ডস অন ফায়ার ২০০৯ এর ব্যাচ এক প্রীতি ক্রিকেট ম্যাচে প্রথম পুরস্কার হিসেবে  বিশেষ আকর্ষণ ছিল  এক বিশাল বড় খাসি। খেলায় অংশ নেয় রয়েল ইলেভেন এবং স্টার ইলেভেন  দুটি দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ কাজী নাঈম। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুটি দলে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

লড়াইয়ে  বিজয়ী হয় রয়েল ইলেভেন। প্রথমে ব্যাট করতে নামে রয়েল  ইলেভেন, তারা সংগ্রহ করে ১৭৫ রান  জবাবে স্টার  ইলেভেন ১১২ রান করে অল উইকেট হারায়।  বিজয়ীদের হাতে বিশেষ আকর্ষণ খাসি তুলে দেওয়া হয়। এরকম আনন্দময় খেলা দেখে মুগ্ধ হয় গ্রামবাসী। তারা জানায় ভবিষ্যতে এরকম আরো ভিন্নধর্মী খেলার আয়োজন করা হোক। তাহলে আমাদের যুবসমাজ মাদকের হাত থেকে রক্ষা পাবে এবং ক্রীড়া মনোযোগী হবে।