এক ওভারে ৩১ রান দিয়ে রেকর্ড বইয়ে অর্জুন টেন্ডুলকার
![logo](https://nagoriksangbad24.com/assets/frontend/images/logo/logo.png)
নাগরিক স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৩, 4:02 PM
![news image](https://nagoriksangbad24.com/images/news/1682244131.jpg)
এক ওভারে ৩১ রান দিয়ে রেকর্ড বইয়ে অর্জুন টেন্ডুলকার
ভয়ংকর এক রাতের সাক্ষী হলেন শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। আইপিএলে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে বিব্রতকর রেকর্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছেন বাঁহাতি পেসার।
মুম্বাই ইন্ডিয়ান্সের এ পেসার এক ওভারে দিয়েছেন ৩১ রান। যা আইপিএলে মুম্বাইয়ের হয়ে এক ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচের ঘটনা। সর্বোচ্চ রান দিয়েছিলেন ড্যানিয়েল সামস।
২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন ড্যানিয়েল। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স তার ওভারে পাঁচ ছক্কা ও এক চার হাঁকান। ওই ম্যাচে মাত্র ১৪ বলে ফিফটি তুলে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছিলেন কামিন্স।
শনিবার ওয়াংখেড়েতে নতুন বলে আঁটসাঁট বোলিং করেছিলেন অর্জুন। প্রথম দুই ওভারে ১৭ রান দিয়ে পেয়েছিলেন প্রাভীস্মরণের উইকেট। কিন্তু বিরতি দিয়ে ১৬তম ওভারে ফিরে তোলগোল পাকিয়ে ফেলেন শচীন পুত্র।
তখন পাঞ্জাব কিংসের রান ছিল ১৫ ওভারে ১১৮। অর্জুনের এক ওভারে ৩১ রান তুলে পাঞ্জাবের হাত খুলে যায়। পরের চার ওভারে আসে আরো ৬৫ রান। ২০ ওভারে পাঞ্জাবের পুঁজি ২১৪ রান। জবাব দিতে নেমে মুম্বাই ২০১ রানের বেশি করতে পারেনি।
অর্জুনের ব্যয়বহুল ওভারের শুরুটা হয়েছিল ছক্কা দিয়ে। স্লটে পাওয়া বল লং অফ দিয়ে সীমানার বাইরে পাঠান স্যাম করান। পরের বল ওয়াইড। দ্বিতীয় বলে আউটসাইড এজে চার পান ব্যাটসম্যান। তৃতীয় বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন কারান।
চতুর্থ বলে মিড অফ দিয়ে চার হাঁকান হারপ্রিত সিং। ফুলটস হওয়া পঞ্চম বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা। এরপর নো বলের সঙ্গে আরেকটি চার! এক বল আগেই ওভারে চলে আসে ২৭ রান। শেষ বলে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেননি অর্জুন। হারপ্রিত ওভার শেষ করেন চার হাঁকিয়ে। তাতে ৩১ রান যুক্ত হয়ে যায় স্কোরবোর্ডে। অর্জুনের বোলিং ফিগার ছিল এরকম ৩-০-৪৮-১।
নাগরিক স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৩, 4:02 PM
![news image](https://nagoriksangbad24.com/images/news/1682244131.jpg)
ভয়ংকর এক রাতের সাক্ষী হলেন শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। আইপিএলে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে বিব্রতকর রেকর্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছেন বাঁহাতি পেসার।
মুম্বাই ইন্ডিয়ান্সের এ পেসার এক ওভারে দিয়েছেন ৩১ রান। যা আইপিএলে মুম্বাইয়ের হয়ে এক ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচের ঘটনা। সর্বোচ্চ রান দিয়েছিলেন ড্যানিয়েল সামস।
২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন ড্যানিয়েল। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স তার ওভারে পাঁচ ছক্কা ও এক চার হাঁকান। ওই ম্যাচে মাত্র ১৪ বলে ফিফটি তুলে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছিলেন কামিন্স।
শনিবার ওয়াংখেড়েতে নতুন বলে আঁটসাঁট বোলিং করেছিলেন অর্জুন। প্রথম দুই ওভারে ১৭ রান দিয়ে পেয়েছিলেন প্রাভীস্মরণের উইকেট। কিন্তু বিরতি দিয়ে ১৬তম ওভারে ফিরে তোলগোল পাকিয়ে ফেলেন শচীন পুত্র।
তখন পাঞ্জাব কিংসের রান ছিল ১৫ ওভারে ১১৮। অর্জুনের এক ওভারে ৩১ রান তুলে পাঞ্জাবের হাত খুলে যায়। পরের চার ওভারে আসে আরো ৬৫ রান। ২০ ওভারে পাঞ্জাবের পুঁজি ২১৪ রান। জবাব দিতে নেমে মুম্বাই ২০১ রানের বেশি করতে পারেনি।
অর্জুনের ব্যয়বহুল ওভারের শুরুটা হয়েছিল ছক্কা দিয়ে। স্লটে পাওয়া বল লং অফ দিয়ে সীমানার বাইরে পাঠান স্যাম করান। পরের বল ওয়াইড। দ্বিতীয় বলে আউটসাইড এজে চার পান ব্যাটসম্যান। তৃতীয় বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন কারান।
চতুর্থ বলে মিড অফ দিয়ে চার হাঁকান হারপ্রিত সিং। ফুলটস হওয়া পঞ্চম বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা। এরপর নো বলের সঙ্গে আরেকটি চার! এক বল আগেই ওভারে চলে আসে ২৭ রান। শেষ বলে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেননি অর্জুন। হারপ্রিত ওভার শেষ করেন চার হাঁকিয়ে। তাতে ৩১ রান যুক্ত হয়ে যায় স্কোরবোর্ডে। অর্জুনের বোলিং ফিগার ছিল এরকম ৩-০-৪৮-১।