বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা
নাগরিক প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৩, 3:32 PM
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্বাগতিক আয়ারল্যান্ড দলের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আর তাতে আইরিশ জাতীয় দলে ফের ডাক পেয়েছেন পেস বোলার ক্রাইগ ইয়ং। চেমস্ফোর্ডে আগামী মাসে এই ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। বিবিসি
ইনজুরিমুক্ত হওয়ায় ইয়ং দলভুক্ত হয়েছেন। এছাড়া, বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়া জোস লিটলকেও দলে ডাকা হয়েছে। পরীক্ষা কিংবা ব্যক্তিগত কাজের কারণে কনোর ওলফার্ট, ম্যাথু হামফ্রেস ও রস আডিয়ার দলের সঙ্গে থাকতে পারছেন না।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে আয়ারল্যান্ড যদি ৩-০ ব্যবধানে জয়লাভ করে তাহলে তারা সরাসরি বিশ্বকাপ ক্রিকেটের মূলপর্বে খেলবে। আর তার ব্যত্যয় ঘটলে অর্থাৎ একটি ম্যাচে পরাজিত হলে জিম্বাবুয়ে দলকে বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণের জন্য জুন মাসে জিম্বাবুয়ে সফরে যেতে হবে। তাই আয়ারল্যান্ডের জন্য বাংলাদেশ সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ।
আয়ারল্যান্ড গত মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের সিরিজে ০-২ ম্যাচে পরাজিত হয়। সিরিজে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তারা এখন চাইবে সেই সিরিজ হারের প্রতিশোধ গ্রহণ করতে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৪ মে।
আয়ারল্যান্ড দলের নির্বাচক আন্দ্রে হোয়াইট বলেন, ‘বাংলাদেশ সফরটি ছিল খুব কঠিন। তবে ছেলেরা নিজেদের কন্ডিশনে ভালো করবে বলে আমার বিশ্বাস। যেহেতু সামনে বিশ্বকাপের হাতছানি, তাই মাঠে আমাদের সর্বোচ্চটা দিতে হবে।’
আয়ারল্যান্ড ওয়ানডে দল: আন্দ্রে বালবিরনি (অধিনায়ক), মার্ক আডিয়ার, কার্টিস ক্যামফার, গারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফান ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হামি, জস লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেকটর, লরকান টাকের ও ক্রাইগ ইয়ং।
নাগরিক প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৩, 3:32 PM
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্বাগতিক আয়ারল্যান্ড দলের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আর তাতে আইরিশ জাতীয় দলে ফের ডাক পেয়েছেন পেস বোলার ক্রাইগ ইয়ং। চেমস্ফোর্ডে আগামী মাসে এই ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। বিবিসি
ইনজুরিমুক্ত হওয়ায় ইয়ং দলভুক্ত হয়েছেন। এছাড়া, বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়া জোস লিটলকেও দলে ডাকা হয়েছে। পরীক্ষা কিংবা ব্যক্তিগত কাজের কারণে কনোর ওলফার্ট, ম্যাথু হামফ্রেস ও রস আডিয়ার দলের সঙ্গে থাকতে পারছেন না।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে আয়ারল্যান্ড যদি ৩-০ ব্যবধানে জয়লাভ করে তাহলে তারা সরাসরি বিশ্বকাপ ক্রিকেটের মূলপর্বে খেলবে। আর তার ব্যত্যয় ঘটলে অর্থাৎ একটি ম্যাচে পরাজিত হলে জিম্বাবুয়ে দলকে বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণের জন্য জুন মাসে জিম্বাবুয়ে সফরে যেতে হবে। তাই আয়ারল্যান্ডের জন্য বাংলাদেশ সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ।
আয়ারল্যান্ড গত মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের সিরিজে ০-২ ম্যাচে পরাজিত হয়। সিরিজে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তারা এখন চাইবে সেই সিরিজ হারের প্রতিশোধ গ্রহণ করতে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৪ মে।
আয়ারল্যান্ড দলের নির্বাচক আন্দ্রে হোয়াইট বলেন, ‘বাংলাদেশ সফরটি ছিল খুব কঠিন। তবে ছেলেরা নিজেদের কন্ডিশনে ভালো করবে বলে আমার বিশ্বাস। যেহেতু সামনে বিশ্বকাপের হাতছানি, তাই মাঠে আমাদের সর্বোচ্চটা দিতে হবে।’
আয়ারল্যান্ড ওয়ানডে দল: আন্দ্রে বালবিরনি (অধিনায়ক), মার্ক আডিয়ার, কার্টিস ক্যামফার, গারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফান ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হামি, জস লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেকটর, লরকান টাকের ও ক্রাইগ ইয়ং।