অশ্লীল অঙ্গভঙ্গি করায় রোনালদোকে সৌদি থেকে বহিষ্কার করার হুমকি

#
news image

কাতার বিশ্বকাপের সৌদি ক্লাব আল নাসের এ যোগদেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানে রোনালদো। তবে সৌদি আরবে এসেও বিতর্ক পিছু ছাড়েনি রোনালদোর। মঙ্গলবার আল হিলালের বিপক্ষে ম্যাচে সময় ড্রেসিংরুমে ফিরছিলেন রোনালাদো। এমন সময় তাকে উদ্দেশ্য করে মেসি বলে চিৎকার কারে দর্শকরা। এতে দর্শকদের পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে আল নাসের অধিনায়কের বিরুদ্ধে। যার ফলে রোনালদোকে সৌদি আরব ছাড়তে হতে পারে। ইনসাইড স্পোর্টস

এমন অভিযোগে সিআরসেভনের পাশেই দাঁড়াচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। তাদের দাবি, রোনালদোর কুঁচকিতে চোট রয়েছে। সেই জন্যই সেখানে হাত দিয়েছিলেন। এক বিবৃতিতে ক্লাব জানায়, রোনালদোর চোট আছে। সমর্থকরা অন্যত্র ভাবতে চাইলে ভাবতেই পারে। আল নাসেরের দাবি, কোনও সমর্থককে অপমানিত করার জন্য তিনি এটা করেননি।

তবে রোনালদোর এমন আচরণ সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। বিশেষ করে সৌদির মতো রক্ষণশীল দেশে তার এমন অশালীন আচরণ রক্ষণশীল সৌদি আরবের অনেকে মানতে পারছেন না। তাকে দেশটি থেকে বের করে দেওয়ারও দাবি তুলছেন অনেকে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল, ২০২৩,  11:37 PM

news image

কাতার বিশ্বকাপের সৌদি ক্লাব আল নাসের এ যোগদেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানে রোনালদো। তবে সৌদি আরবে এসেও বিতর্ক পিছু ছাড়েনি রোনালদোর। মঙ্গলবার আল হিলালের বিপক্ষে ম্যাচে সময় ড্রেসিংরুমে ফিরছিলেন রোনালাদো। এমন সময় তাকে উদ্দেশ্য করে মেসি বলে চিৎকার কারে দর্শকরা। এতে দর্শকদের পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে আল নাসের অধিনায়কের বিরুদ্ধে। যার ফলে রোনালদোকে সৌদি আরব ছাড়তে হতে পারে। ইনসাইড স্পোর্টস

এমন অভিযোগে সিআরসেভনের পাশেই দাঁড়াচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। তাদের দাবি, রোনালদোর কুঁচকিতে চোট রয়েছে। সেই জন্যই সেখানে হাত দিয়েছিলেন। এক বিবৃতিতে ক্লাব জানায়, রোনালদোর চোট আছে। সমর্থকরা অন্যত্র ভাবতে চাইলে ভাবতেই পারে। আল নাসেরের দাবি, কোনও সমর্থককে অপমানিত করার জন্য তিনি এটা করেননি।

তবে রোনালদোর এমন আচরণ সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। বিশেষ করে সৌদির মতো রক্ষণশীল দেশে তার এমন অশালীন আচরণ রক্ষণশীল সৌদি আরবের অনেকে মানতে পারছেন না। তাকে দেশটি থেকে বের করে দেওয়ারও দাবি তুলছেন অনেকে।