বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়ছে

#
news image

সংশোধিত বাজেট এরইমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে এনএসসি। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে তা। তাতে আগামী বছরের জুনে বাফুফেকে স্টেডিয়ামটি হস্তান্তর করা হবে বলে জানান প্রকল্প পরিচালক মোহাম্মদ শামছুল আলম।

সংশোধিত ডিপিপির মধ্যে কয়েকটি নতুন কাজ হাতে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যার মধ্যে রয়েছে গ্যালারির শেড নির্মাণ, মিডিয়া বক্সের সংস্কার ও নতুন করে এলইডি ফ্লাড লাইট স্থাপন। শেড নির্মাণ ও মিডিয়া বক্সের কাজ শুরু হলেও বাজেট প্রকল্প পাসের পর শুরু হবে এলইডি লাইট স্থাপনের কাজ। এরইমধ্যে মাঠে ঘাস লাগানোর কাজ শেষ হয়েছে।

তবে ঘাস নিয়ে আপত্তি জানিয়েছে বাফুফের গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটি। প্রকল্প পরিচালক মোহাম্মদ শামছুল আলম বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জুনে বাফুফেকে মাঠ হস্তান্তর করা যাবে। তবে এর আগে চাইলে মাঠে ম্যাচ পরিচালনা করতে পারবে বাফুফে। আর ঘাস নিয়ে যদি কোনো আপত্তি থাকে, তাহলে সেটি পরিবর্তন করে দেয়া যাবে।’

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৩,  11:01 PM

news image

সংশোধিত বাজেট এরইমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে এনএসসি। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে তা। তাতে আগামী বছরের জুনে বাফুফেকে স্টেডিয়ামটি হস্তান্তর করা হবে বলে জানান প্রকল্প পরিচালক মোহাম্মদ শামছুল আলম।

সংশোধিত ডিপিপির মধ্যে কয়েকটি নতুন কাজ হাতে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যার মধ্যে রয়েছে গ্যালারির শেড নির্মাণ, মিডিয়া বক্সের সংস্কার ও নতুন করে এলইডি ফ্লাড লাইট স্থাপন। শেড নির্মাণ ও মিডিয়া বক্সের কাজ শুরু হলেও বাজেট প্রকল্প পাসের পর শুরু হবে এলইডি লাইট স্থাপনের কাজ। এরইমধ্যে মাঠে ঘাস লাগানোর কাজ শেষ হয়েছে।

তবে ঘাস নিয়ে আপত্তি জানিয়েছে বাফুফের গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটি। প্রকল্প পরিচালক মোহাম্মদ শামছুল আলম বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জুনে বাফুফেকে মাঠ হস্তান্তর করা যাবে। তবে এর আগে চাইলে মাঠে ম্যাচ পরিচালনা করতে পারবে বাফুফে। আর ঘাস নিয়ে যদি কোনো আপত্তি থাকে, তাহলে সেটি পরিবর্তন করে দেয়া যাবে।’