মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল শুরু ১৫ মে

#
news image

প্রথমবারের মতো এ বছর মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল আসর ‘উইমেন্স সুপার লিগ’। প্রথম আসরে অংশ নেওয়ার কথা চারটি দলের। আগামী ১৫ই মে শুরু হয়ে ৪ জুন শেষ হবে এই লিগ। খেলা হবে ডাবল লিগ ভিত্তিতে।

লিগ আকর্ষণীয় করতে থাকছে ফাইনাল ম্যাচ। পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনাল ম্যাচটি। শনিবার বাফুফে ভবনে বাংলাদেশ উইমেন্স সুপার লিগের লোকাল অর্গানাইজিং কমিটির সভা শেষে বিষয়গুলা জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এই আসর ঢাকার কোনো একটি স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজ চলমান থাকায় বসুন্ধরা কিংস অ্যারেনা অথবা কমলাপুরের টার্ফে হতে পারে এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

এর আগে পাঁচ অথবা ছয় দল নিয়ে এই আসর আয়োজনের কথা জানালেও ভালো মানের লিগ আয়োজন করতেই প্রথম আসর ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন কিরণ,‘আমরা প্রথম আসর ছোট পরিসরে আয়োজন করছি। কারণ আমরা কোয়ালিটিতে কোনো আপোশ করতে চাই না। লিগের সর্বোচ্চ মান নিশ্চিত করতেই ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ক্লাবগুলোর মধ্যে দুই-একটি ক্লাবও নারী ফুটবল লিগে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ,‘প্রিমিয়ার লিগে খেলা দুই-একটি ক্লাবের মালিক পক্ষ এবারের আসরে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তাদের নাম এখনই বলতে পারছি না।

আগামী সপ্তাহেই কারা দল নিচ্ছে, খেলা কোথায় হচ্ছে এগুলো আমরা জানিয়ে দিব।’

নাগরিক স্পোর্টস ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৩,  12:33 PM

news image

প্রথমবারের মতো এ বছর মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল আসর ‘উইমেন্স সুপার লিগ’। প্রথম আসরে অংশ নেওয়ার কথা চারটি দলের। আগামী ১৫ই মে শুরু হয়ে ৪ জুন শেষ হবে এই লিগ। খেলা হবে ডাবল লিগ ভিত্তিতে।

লিগ আকর্ষণীয় করতে থাকছে ফাইনাল ম্যাচ। পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনাল ম্যাচটি। শনিবার বাফুফে ভবনে বাংলাদেশ উইমেন্স সুপার লিগের লোকাল অর্গানাইজিং কমিটির সভা শেষে বিষয়গুলা জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এই আসর ঢাকার কোনো একটি স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজ চলমান থাকায় বসুন্ধরা কিংস অ্যারেনা অথবা কমলাপুরের টার্ফে হতে পারে এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

এর আগে পাঁচ অথবা ছয় দল নিয়ে এই আসর আয়োজনের কথা জানালেও ভালো মানের লিগ আয়োজন করতেই প্রথম আসর ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন কিরণ,‘আমরা প্রথম আসর ছোট পরিসরে আয়োজন করছি। কারণ আমরা কোয়ালিটিতে কোনো আপোশ করতে চাই না। লিগের সর্বোচ্চ মান নিশ্চিত করতেই ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ক্লাবগুলোর মধ্যে দুই-একটি ক্লাবও নারী ফুটবল লিগে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ,‘প্রিমিয়ার লিগে খেলা দুই-একটি ক্লাবের মালিক পক্ষ এবারের আসরে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তাদের নাম এখনই বলতে পারছি না।

আগামী সপ্তাহেই কারা দল নিচ্ছে, খেলা কোথায় হচ্ছে এগুলো আমরা জানিয়ে দিব।’