উইন্ডিজ সফরে শহীদুলের জায়গায় হাসান মাহমুদ
প্রভাতী খবর ডেস্ক
০১ জুন, ২০২২, 12:06 AM
উইন্ডিজ সফরে শহীদুলের জায়গায় হাসান মাহমুদ
টেস্ট না খেলেও চোট আক্রান্ত পেসার শহীদুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না তার। অনুশীলনে পাঁজরের পাশের পেশিতে টান পড়ায় সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। তার জায়গায় তিন সংস্করণেই সুযোগ পাচ্ছেন হাসান মাহমুদ। ফিটনেস টেস্ট উত্তীর্ণ হওয়ায় হাসানকে নিয়েই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে শহীদুলের বিকল্প সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,'শহীদুল ছন্দে ছিল। ও চোটে পড়ায় বিকল্প নিতে হচ্ছে। হাসান মাহমুদই হয়তো থাকবে। ঢাকা প্রিমিয়ার লিগে সব ম্যাচ খেলেছে সে। টেস্টের মূল বোলার মুস্তাফিজ, খালেদ, এবাদত। হাসানকে একটু সময় দিলে ভালো। অনুশীলনের সুযোগ পাবে।'
মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা ও শহীদুল ইসলামকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্টের পেস বোলিং ইউনিট সাজান জাতীয় দল নির্বাচকরা। আর শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়ায় কিছুটা হতাশ শহীদুল, 'সাইড স্টেইন হঠাৎ করেই হয়ে গেল। ইনজুরির ওপর তো হাত নেই। সামনে অনেক খেলা আছে। আগে সুস্থ হই।'
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ফিজিও বায়েজিদুল ইসলাম পর্যবেক্ষণ করে দেড় মাস বিশ্রাম দিয়েছেন শহীদুলকে। সেক্ষেত্রে জিম্বাবুয়ে সফরের আগের হয়তো ফিট হবেন ডানহাতি এ পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের পাশাপাশি টি২০ দলেও ছিলেন শহীদুল।
প্রভাতী খবর ডেস্ক
০১ জুন, ২০২২, 12:06 AM
টেস্ট না খেলেও চোট আক্রান্ত পেসার শহীদুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না তার। অনুশীলনে পাঁজরের পাশের পেশিতে টান পড়ায় সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। তার জায়গায় তিন সংস্করণেই সুযোগ পাচ্ছেন হাসান মাহমুদ। ফিটনেস টেস্ট উত্তীর্ণ হওয়ায় হাসানকে নিয়েই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে শহীদুলের বিকল্প সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,'শহীদুল ছন্দে ছিল। ও চোটে পড়ায় বিকল্প নিতে হচ্ছে। হাসান মাহমুদই হয়তো থাকবে। ঢাকা প্রিমিয়ার লিগে সব ম্যাচ খেলেছে সে। টেস্টের মূল বোলার মুস্তাফিজ, খালেদ, এবাদত। হাসানকে একটু সময় দিলে ভালো। অনুশীলনের সুযোগ পাবে।'
মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা ও শহীদুল ইসলামকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্টের পেস বোলিং ইউনিট সাজান জাতীয় দল নির্বাচকরা। আর শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়ায় কিছুটা হতাশ শহীদুল, 'সাইড স্টেইন হঠাৎ করেই হয়ে গেল। ইনজুরির ওপর তো হাত নেই। সামনে অনেক খেলা আছে। আগে সুস্থ হই।'
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ফিজিও বায়েজিদুল ইসলাম পর্যবেক্ষণ করে দেড় মাস বিশ্রাম দিয়েছেন শহীদুলকে। সেক্ষেত্রে জিম্বাবুয়ে সফরের আগের হয়তো ফিট হবেন ডানহাতি এ পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের পাশাপাশি টি২০ দলেও ছিলেন শহীদুল।