বাসের রেষারেষিতে বাইক আরোহী নিহত, দুই বাসে আগুন

#
news image

ঢাকার সাভারে দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় আগুন দিয়ে দুটি বাস পুড়িয়ে দিয়েছেন উপস্থিত সংক্ষুব্ধ লোকজন। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় আর কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নিহত ২৫ বছর বয়সী মেহেদী হাসান রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মাজেদ ওরুফে বাহারুলের ছেলে। তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন জানান, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে আলী নুর পরিবহনের দুটি বাস রেষারেষি করে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে বাইপাইলের দিকে আসা এক মোটরসাইকেল আরোহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। ওই সময় উপস্থিত উত্তেজিত লোকজন বাস দুটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে ৷ পুড়িয়ে দেয়া বাস দুটিকে রেকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়া হচ্ছে। ওই সময় সড়কটিতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।

নাগরিক প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৩,  11:51 AM

news image

ঢাকার সাভারে দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় আগুন দিয়ে দুটি বাস পুড়িয়ে দিয়েছেন উপস্থিত সংক্ষুব্ধ লোকজন। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় আর কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নিহত ২৫ বছর বয়সী মেহেদী হাসান রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মাজেদ ওরুফে বাহারুলের ছেলে। তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন জানান, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে আলী নুর পরিবহনের দুটি বাস রেষারেষি করে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে বাইপাইলের দিকে আসা এক মোটরসাইকেল আরোহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। ওই সময় উপস্থিত উত্তেজিত লোকজন বাস দুটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে ৷ পুড়িয়ে দেয়া বাস দুটিকে রেকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়া হচ্ছে। ওই সময় সড়কটিতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।