ভয়াবহ সংকটে শ্রীলঙ্কা, নিজ দেশের জন্য জ্যাকুলিনের আকুতি
নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল, ২০২২, 1:18 AM
ভয়াবহ সংকটে শ্রীলঙ্কা, নিজ দেশের জন্য জ্যাকুলিনের আকুতি
শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বিপর্যস্ত সময় যাচ্ছে বর্তমানে। দেশটির অর্থনীতি কার্যত ধ্বসে পড়েছে। ইতোমধ্যে দেশটির সব মন্ত্রী পদত্যাগ করেছেন। দ্রব্যমূল্যে ছুঁয়েছে আকাশ। জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও হতাশা।
এমন ভয়াবহ সংকটের সময়ে নিজ দেশের কথা স্মরণ করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভারতের সিনেমায় এসে জনপ্রিয়তা পেলেও জ্যাকুলিন মূলত শ্রীলঙ্কান সুন্দরী। কাজের সুবাদেই মুম্বাইতে বসতি গড়েছেন।
শ্রীলঙ্কার সংকট নিয়ে ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, এই প্রসঙ্গে বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক দিন ধরে মতামত পাচ্ছেন৷ তবে তিনি মনে করেন, এই পরিস্থিতিতে মতামত দেওয়ার থেকে আরও বেশি প্রয়োজন শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো৷ জ্যাকুলিনের ভাষ্য, ‘‘সারা বিশ্ব এবং আমার মানুষজনের আর কোনও বিচার প্রয়োজন নেই৷ তাদের দরকার সহমর্মিতা এবং সমর্থন৷ তাদের সামর্থ্য ও ভাল থাকার জন্য দু’ মিনিটের নীরব প্রার্থনাও এই দূরত্ব অনেক লাঘব করবে৷’’
নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল, ২০২২, 1:18 AM
শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বিপর্যস্ত সময় যাচ্ছে বর্তমানে। দেশটির অর্থনীতি কার্যত ধ্বসে পড়েছে। ইতোমধ্যে দেশটির সব মন্ত্রী পদত্যাগ করেছেন। দ্রব্যমূল্যে ছুঁয়েছে আকাশ। জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও হতাশা।
এমন ভয়াবহ সংকটের সময়ে নিজ দেশের কথা স্মরণ করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভারতের সিনেমায় এসে জনপ্রিয়তা পেলেও জ্যাকুলিন মূলত শ্রীলঙ্কান সুন্দরী। কাজের সুবাদেই মুম্বাইতে বসতি গড়েছেন।
শ্রীলঙ্কার সংকট নিয়ে ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, এই প্রসঙ্গে বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক দিন ধরে মতামত পাচ্ছেন৷ তবে তিনি মনে করেন, এই পরিস্থিতিতে মতামত দেওয়ার থেকে আরও বেশি প্রয়োজন শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো৷ জ্যাকুলিনের ভাষ্য, ‘‘সারা বিশ্ব এবং আমার মানুষজনের আর কোনও বিচার প্রয়োজন নেই৷ তাদের দরকার সহমর্মিতা এবং সমর্থন৷ তাদের সামর্থ্য ও ভাল থাকার জন্য দু’ মিনিটের নীরব প্রার্থনাও এই দূরত্ব অনেক লাঘব করবে৷’’