নিজের কাছে ক্ষমা চাইলেন নুসরাত ফারিয়া

#
news image

সাফল্যের পেছনে অবিরাম ছুটে হয়ত সাফল্য পাওয়া যায়। কিন্তু এই ছুটে চলা সময়ে হারিয়ে ফেলতে হয় অনেক কিছুই। কোনো না কোনো সময়ে সেই হারানোর স্মৃতি আক্ষেপ হয়ে উঁকি দেয় হৃদয়ের কোণে।

একই ঘটনা ঘটেছে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ক্ষেত্রেও। দীর্ঘ দুই যুগ ধরে তিনি শোবিজে কাজ করছেন। একটা সময় উপস্থাপক হিসেবে জনপ্রিয় ছিলেন। এরপর সিনেমায় এসে পেয়েছেন সাফল্য।

তবে অবিরাম কাজের জন্য নিজেকেই সেভাবে সময় দিতে পারেননি ফারিয়া। ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে নায়িকা নিজেই জানালেন তার আক্ষেপের কথা। ফারিয়া লিখেছেন, ‘২০১২ সাল থেকে প্রায় প্রতিদিনই কাজ করছি। বন্ধু বানাতে পারিনি, বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি, এমনকি নিজের অনুভূতির সঙ্গেও আপোস করতে হয়েছে। যেন আমি কোনো দৌড় প্রতিযোগিতায় আছি। মানুষের কটাক্ষের ভয়ে আমি জনসম্মুখে নিজের অনুভূতি প্রকাশ করাও বন্ধ করে দিয়েছি।’

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  1:18 AM

news image

সাফল্যের পেছনে অবিরাম ছুটে হয়ত সাফল্য পাওয়া যায়। কিন্তু এই ছুটে চলা সময়ে হারিয়ে ফেলতে হয় অনেক কিছুই। কোনো না কোনো সময়ে সেই হারানোর স্মৃতি আক্ষেপ হয়ে উঁকি দেয় হৃদয়ের কোণে।

একই ঘটনা ঘটেছে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ক্ষেত্রেও। দীর্ঘ দুই যুগ ধরে তিনি শোবিজে কাজ করছেন। একটা সময় উপস্থাপক হিসেবে জনপ্রিয় ছিলেন। এরপর সিনেমায় এসে পেয়েছেন সাফল্য।

তবে অবিরাম কাজের জন্য নিজেকেই সেভাবে সময় দিতে পারেননি ফারিয়া। ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে নায়িকা নিজেই জানালেন তার আক্ষেপের কথা। ফারিয়া লিখেছেন, ‘২০১২ সাল থেকে প্রায় প্রতিদিনই কাজ করছি। বন্ধু বানাতে পারিনি, বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি, এমনকি নিজের অনুভূতির সঙ্গেও আপোস করতে হয়েছে। যেন আমি কোনো দৌড় প্রতিযোগিতায় আছি। মানুষের কটাক্ষের ভয়ে আমি জনসম্মুখে নিজের অনুভূতি প্রকাশ করাও বন্ধ করে দিয়েছি।’