শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

চোখের জলে রিয়ালকে বিদায় বললেন মার্সেলো

#
news image

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ১৪ তম ইউরো শিরোপা জয় উদযাপন অনুষ্ঠানে অশ্রুসিক্ত বিদায় জানানো হলো অধিনায়ক মার্সেলোকে। 
গত শনিবার ফ্রান্সের স্তাদে ডি ফ্রান্সে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা লাভ করে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের জয়সুচক গোলে সর্বশেষ নয় মৌসুমে পঞ্চম শিরোপা নিশ্চিত হয় রিয়ালের।
সব মিলিয়ে রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় উদযাপনের অংশ হিসেবে খেলোয়াড়ররা একটি উন্মুক্ত বাসে ট্রফি নিয়ে শনিবার মাদ্রিদ শহর প্রদক্ষিন করেন। মাঝপথে তারা বিরতি নেয় আঞ্চলিক সরকারের সদর দপ্তর আলমুদেনা ক্যাথেড্রাল, সিটি হল, প্লাজা সিবেলেস এবং সবশেষে সান্তিয়াগো বর্নাব্যুতে। 
এই শিরোপা উদযাপনে রিয়াল দলের নেতৃত্ব দেন মার্সেলো। এক পর্যায়ে স্টেডিয়ামে সমবেত দর্শকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। ২০০৭ সাল থেকে রিয়াল মাদ্রিদে রয়েছেন এই ব্রাজিলীয় তারকা। পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেই ক্লাবটি ছেড়ে যাচ্ছেন তিনি। 
ভক্তদের উদ্দেশ্যে এ সময় মার্সেলো বলেন,‘ এটি আমার জীবনের একটি চমৎকার মুহুর্ত। বিশ্বের সেরা  ক্লাবটিতেই আমি আমার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি। আজকের এই দিনটি বিষন্নতার জন্য নয়। এটি উচ্ছাস প্রকাশের দিন। কারণ আমরা বিশ্বের সেরা প্রতিযোগিতায় আবারো চ্যাম্পিয়ন হয়েছি।’
এর আগে আগামী মৌসুমেই  ক্লাবের ১৫তম ইউরোপীয় শিরোপা জয়ের জন্য দলকে প্রস্তুত হবার আহ্বান জানান রিয়াল মাদ্রিদের সভাপতি  ফ্লোরেন্টিনো পেরেজ। তিনি বলেন,‘ ফের নতুন ইতিহাস রচনা করলো রিয়াল মাদ্রিদ। এখন আমাদের দখলে ১৪টি  ইউরোপীয় কাপ ও ৩৫টি লা লিগা শিরোপা। এবারে ইউরোপীয় কাপটি জয় করেছি কিংবদন্তীতুল্য ক্লাব লিভারপুলকে হারিয়ে। যেটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একটি সেরা ঘটনা হিসেবে স্মরণ করা হবে। আমরা ইউরোপের শীর্ষ চারটি ক্লাবকে হারিয়ে এ জয় পেয়েছি । এই সাফল্যের মূল কারণ  আমরা শেষ মুহুর্ত পর্যন্ত  বিশ্বাস হারাই না।’

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  12:21 AM

news image

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ১৪ তম ইউরো শিরোপা জয় উদযাপন অনুষ্ঠানে অশ্রুসিক্ত বিদায় জানানো হলো অধিনায়ক মার্সেলোকে। 
গত শনিবার ফ্রান্সের স্তাদে ডি ফ্রান্সে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা লাভ করে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের জয়সুচক গোলে সর্বশেষ নয় মৌসুমে পঞ্চম শিরোপা নিশ্চিত হয় রিয়ালের।
সব মিলিয়ে রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় উদযাপনের অংশ হিসেবে খেলোয়াড়ররা একটি উন্মুক্ত বাসে ট্রফি নিয়ে শনিবার মাদ্রিদ শহর প্রদক্ষিন করেন। মাঝপথে তারা বিরতি নেয় আঞ্চলিক সরকারের সদর দপ্তর আলমুদেনা ক্যাথেড্রাল, সিটি হল, প্লাজা সিবেলেস এবং সবশেষে সান্তিয়াগো বর্নাব্যুতে। 
এই শিরোপা উদযাপনে রিয়াল দলের নেতৃত্ব দেন মার্সেলো। এক পর্যায়ে স্টেডিয়ামে সমবেত দর্শকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। ২০০৭ সাল থেকে রিয়াল মাদ্রিদে রয়েছেন এই ব্রাজিলীয় তারকা। পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেই ক্লাবটি ছেড়ে যাচ্ছেন তিনি। 
ভক্তদের উদ্দেশ্যে এ সময় মার্সেলো বলেন,‘ এটি আমার জীবনের একটি চমৎকার মুহুর্ত। বিশ্বের সেরা  ক্লাবটিতেই আমি আমার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি। আজকের এই দিনটি বিষন্নতার জন্য নয়। এটি উচ্ছাস প্রকাশের দিন। কারণ আমরা বিশ্বের সেরা প্রতিযোগিতায় আবারো চ্যাম্পিয়ন হয়েছি।’
এর আগে আগামী মৌসুমেই  ক্লাবের ১৫তম ইউরোপীয় শিরোপা জয়ের জন্য দলকে প্রস্তুত হবার আহ্বান জানান রিয়াল মাদ্রিদের সভাপতি  ফ্লোরেন্টিনো পেরেজ। তিনি বলেন,‘ ফের নতুন ইতিহাস রচনা করলো রিয়াল মাদ্রিদ। এখন আমাদের দখলে ১৪টি  ইউরোপীয় কাপ ও ৩৫টি লা লিগা শিরোপা। এবারে ইউরোপীয় কাপটি জয় করেছি কিংবদন্তীতুল্য ক্লাব লিভারপুলকে হারিয়ে। যেটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একটি সেরা ঘটনা হিসেবে স্মরণ করা হবে। আমরা ইউরোপের শীর্ষ চারটি ক্লাবকে হারিয়ে এ জয় পেয়েছি । এই সাফল্যের মূল কারণ  আমরা শেষ মুহুর্ত পর্যন্ত  বিশ্বাস হারাই না।’