শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

২৩ বছর পর প্রিমিয়ার লিগে জায়ান্ট নটিংহ্যাম ফরেস্ট

#
news image

একটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ শোকেসে সাজিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। তাদের নামের পাশে আছে তিনটি ইউরোপ সেরার শিরোপা। দুটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছে, একটি উয়েফা সুপার কাপ জিতেছে দলটি। অথচ দলটির নাম তরুণ প্রজন্মের অনেক ভক্ত জানেও না। 
কারণ দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষ পর্যায়ে নেই নটিংহ্যাম ফরেস্ট। রোববার রাতে হুডারর্সফিল্ড টাউনের বিপক্ষে ১-০ গোলে জিতে দীর্ঘ ২৩ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে ক্লাবটি। সেখানেও ভাগ্য সহায় হয়েছে বলেই শীর্ষ লিগে ফিরতে পেরেছে সাবেক প্রভাবশালী ক্লাব নটিংহ্যাম।
নটিংহ্যাম ফরেস্ট প্রথমার্ধের শেষ মুহূর্তে লিড নেয়। তবে ওই গোল আসে প্রতিপক্ষের ফুটবলারের পা থেকে। অর্থাৎ আত্মঘাতী গোলে লিড নেয় নটিংহ্যাম। ৭৩ মিনিটে ওই লিড হারানোর শঙ্কা তৈরি হয়েছিল। তবে ভিএআর চেক করে রেফারি পেনাল্টি প্রত্যাহার করলে স্বপ্ন বেঁচে থাকে নটিংহ্যামের। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে কামব্যাক করে দলটি। 
এর আগে দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগে ফিরেছে এক সময়ের লিগ চ্যাম্পিয়ন লিডস ইউনাইটেড। গত মৌসুমে দলটি ভালো করলেও সদ্য শেষ হওয়া মৌসুমে আবার অবনমনের শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত টিকে গেছে আসরে। ইপিএলের চলতি আসরে দ্বিতীয় ধাপে নেমে গেছে নরউইচ সিটি, ওয়াটফোর্ড ও বার্নলি।

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  12:20 AM

news image

একটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ শোকেসে সাজিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। তাদের নামের পাশে আছে তিনটি ইউরোপ সেরার শিরোপা। দুটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছে, একটি উয়েফা সুপার কাপ জিতেছে দলটি। অথচ দলটির নাম তরুণ প্রজন্মের অনেক ভক্ত জানেও না। 
কারণ দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষ পর্যায়ে নেই নটিংহ্যাম ফরেস্ট। রোববার রাতে হুডারর্সফিল্ড টাউনের বিপক্ষে ১-০ গোলে জিতে দীর্ঘ ২৩ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে ক্লাবটি। সেখানেও ভাগ্য সহায় হয়েছে বলেই শীর্ষ লিগে ফিরতে পেরেছে সাবেক প্রভাবশালী ক্লাব নটিংহ্যাম।
নটিংহ্যাম ফরেস্ট প্রথমার্ধের শেষ মুহূর্তে লিড নেয়। তবে ওই গোল আসে প্রতিপক্ষের ফুটবলারের পা থেকে। অর্থাৎ আত্মঘাতী গোলে লিড নেয় নটিংহ্যাম। ৭৩ মিনিটে ওই লিড হারানোর শঙ্কা তৈরি হয়েছিল। তবে ভিএআর চেক করে রেফারি পেনাল্টি প্রত্যাহার করলে স্বপ্ন বেঁচে থাকে নটিংহ্যামের। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে কামব্যাক করে দলটি। 
এর আগে দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগে ফিরেছে এক সময়ের লিগ চ্যাম্পিয়ন লিডস ইউনাইটেড। গত মৌসুমে দলটি ভালো করলেও সদ্য শেষ হওয়া মৌসুমে আবার অবনমনের শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত টিকে গেছে আসরে। ইপিএলের চলতি আসরে দ্বিতীয় ধাপে নেমে গেছে নরউইচ সিটি, ওয়াটফোর্ড ও বার্নলি।