দ্রুত বোলিং শুরুর আশায় তাসকিন

#
news image

কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্ট ও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ মিস করেছেন তাসকিন আহমেদ। এই চোটের জন্য লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। এখন পুরোদমে পুনর্বাসন প্রক্রিয়া চলছে ডানহাতি এই ফাস্ট বোলারের। জাতীয় দলের ট্রেনার নিক লি’র অধীনে কাজ করছেন তাসকিন।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটাররা এখন বিশ্রামে। আগামী মাসের শুরুতেই যেতে হবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে ফিট হয়ে উঠতে তাসকিনকে সময় দিচ্ছেন নিক লি। ক্যারিবিয়ান সফরের ওয়ানডে দলে রাখা হয়েছে তরুণ পেসারকে। ফিট হয়ে উঠার ওপরই তার যাওয়াটা নির্ভর করছে।
গতকালও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিক লি’র সঙ্গে রানিং করেছেন তাসকিন। আগামী সপ্তাহে বোলিং শুরু করার আশা করছেন তিনি। টেস্ট ও টি-২০ সিরিজ খেলবেন না বলে তাসকিনের তাড়া কম। বরং পুরোপুরি ফিট হওয়াই এখন তার মূল লক্ষ্য। ব্যথা কমেছে, তবে ব্যথা মুক্ত হতে পারেননি তাসকিন।
নিজের রিহ্যাব নিয়ে দ্রুতগতির এ পেসার বলেছেন, ‘ট্রেনারের অধীনে কাজ শুরু করেছি। ছোট ছোট ড্রিলগুলো করছি। ব্যথা এখন কম, নেই বললে চলে। আশা করি, দ্রুত বোলিং শুরু করতে পারব। আগামী সপ্তাহ থেকে বোলিং করব। তখন বুঝতে পারব কী অবস্থা।’
ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হারের পর বাংলাদেশের পরবর্তী গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত এক মাসের সফরে দুই টেস্ট, তিন টি-২০ ও তিন ওয়ানডে খেলবে টাইগাররা। নির্বাচকরা দল ঘোষণা করেছেন আগেই। তবে নতুন সংযুক্তি হাসান মাহমুদ। আগামী ২৩ জুন ওয়ানডে দলে সঙ্গে উড়াল দেবেন এই পেসারও।
জাতীয় দলের জার্সি হাসান শেষ বার গায়ে চাপিয়েছিলেন ১৪ মাস আগে। ইনজুরিতে পড়ে মাঝপথে ফিরতে হয় নিউজিল্যান্ড সফর থেকে। সেই ইনজুরি নিয়ে প্রায় এক বছর ধরে অনেক নাটকই চলে। শেষমেশ ইংল্যান্ডে গিয়ে জানা গেলো মেরুদণ্ডে চিড় ধরেছে তার, আর সেটি সেরে গেছে এক বছরের মধ্যেই। ডিপিএল দিয়ে আবারও ফিরেন ২২ গজের লড়াইয়ে। কিন্তু মোহামেডানের হয়ে মৌসুমটা ভালো যায়নি তার। ৭ ম্যাচে উইকেট নিয়েছেন কেবল ৬টি। সম্প্রতি বাংলাদেশ টাইগার্স দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি।

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  12:15 AM

news image

কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্ট ও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ মিস করেছেন তাসকিন আহমেদ। এই চোটের জন্য লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। এখন পুরোদমে পুনর্বাসন প্রক্রিয়া চলছে ডানহাতি এই ফাস্ট বোলারের। জাতীয় দলের ট্রেনার নিক লি’র অধীনে কাজ করছেন তাসকিন।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটাররা এখন বিশ্রামে। আগামী মাসের শুরুতেই যেতে হবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে ফিট হয়ে উঠতে তাসকিনকে সময় দিচ্ছেন নিক লি। ক্যারিবিয়ান সফরের ওয়ানডে দলে রাখা হয়েছে তরুণ পেসারকে। ফিট হয়ে উঠার ওপরই তার যাওয়াটা নির্ভর করছে।
গতকালও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিক লি’র সঙ্গে রানিং করেছেন তাসকিন। আগামী সপ্তাহে বোলিং শুরু করার আশা করছেন তিনি। টেস্ট ও টি-২০ সিরিজ খেলবেন না বলে তাসকিনের তাড়া কম। বরং পুরোপুরি ফিট হওয়াই এখন তার মূল লক্ষ্য। ব্যথা কমেছে, তবে ব্যথা মুক্ত হতে পারেননি তাসকিন।
নিজের রিহ্যাব নিয়ে দ্রুতগতির এ পেসার বলেছেন, ‘ট্রেনারের অধীনে কাজ শুরু করেছি। ছোট ছোট ড্রিলগুলো করছি। ব্যথা এখন কম, নেই বললে চলে। আশা করি, দ্রুত বোলিং শুরু করতে পারব। আগামী সপ্তাহ থেকে বোলিং করব। তখন বুঝতে পারব কী অবস্থা।’
ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হারের পর বাংলাদেশের পরবর্তী গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত এক মাসের সফরে দুই টেস্ট, তিন টি-২০ ও তিন ওয়ানডে খেলবে টাইগাররা। নির্বাচকরা দল ঘোষণা করেছেন আগেই। তবে নতুন সংযুক্তি হাসান মাহমুদ। আগামী ২৩ জুন ওয়ানডে দলে সঙ্গে উড়াল দেবেন এই পেসারও।
জাতীয় দলের জার্সি হাসান শেষ বার গায়ে চাপিয়েছিলেন ১৪ মাস আগে। ইনজুরিতে পড়ে মাঝপথে ফিরতে হয় নিউজিল্যান্ড সফর থেকে। সেই ইনজুরি নিয়ে প্রায় এক বছর ধরে অনেক নাটকই চলে। শেষমেশ ইংল্যান্ডে গিয়ে জানা গেলো মেরুদণ্ডে চিড় ধরেছে তার, আর সেটি সেরে গেছে এক বছরের মধ্যেই। ডিপিএল দিয়ে আবারও ফিরেন ২২ গজের লড়াইয়ে। কিন্তু মোহামেডানের হয়ে মৌসুমটা ভালো যায়নি তার। ৭ ম্যাচে উইকেট নিয়েছেন কেবল ৬টি। সম্প্রতি বাংলাদেশ টাইগার্স দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি।